বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আজ শরতে আনন্দ ধরে না ধরণীতে
আজ শরতে আনন্দ ধরে না ধরণীতে।
একি অপরূপ সেজেছে বসুন্ধরা নীলে হরিতে॥
আনো ডালা ভরি কুন্দ ও শেফালি,
আজ শারদোৎসব জ্বালো দীপালি।
স্নেহ-মাখা সুনিবিড় আকাশ উদার ধীর,
দুলে নদীতীর কার আগমনীতে॥
- ভাবার্থ: মন্মথ রায়ের রচিত 'সুরথ উদ্ধার পালা'র পুরবাসীদের গাওয়া এই গানে কবি
শরতের অপূর্ব রূপ উপস্থাপন করেছেন। প্রকৃতির পালাবদলে- উৎসব মুখর শরতের 'নীল-হরিৎ' বর্ণে
অপরূপ সাজে সজ্জিতা বসুন্ধরা যেন আনন্দে আত্মাহারা। তাই শারদোৎবকে বরণ করার জন্য-
পুরাবাসীরা কুন্দ ও শেফালি ফুলে সজ্জিত ডালা দিয়ে দীপাবলি প্রজ্বলিত করার আমন্ত্রণ জানিয়েছেন
সবাইকে।
কবি শরতের স্নিগ্ধ আকাশকে 'স্নেহ-মাখা সুনিবিড় আকাশ'-এর উপমায় উপস্থাপন করেছেন। এই
আকাশ উদ্ভাসিত প্রকৃতি জননীর উদার বা প্রসন্ন রূপে। কার আগমনের ছোঁয়ায় দুলে উঠে
শরতের নদীকূল!? এখানে 'কার' শব্দটি শরতের আগমনকে ছাপিয়ে ওঠে অন্য ভক্তি ভাবনা। 'সুরথ উদ্ধার পালা'র
গান হিসেবে হয়তো এই 'কার' শব্দটি শারদীয় দুর্গা পূজার দুর্গাদেবীর ইঙ্গিত। যাঁর
আগমনে- দুলে ওঠে নদীতীর। কিম্বা হতে পারে এই কার 'শরৎদেবী'। বলাই বহুল্য এখানে কার
শব্দটি দ্ব্যর্থক।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ৩৪৩) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি
মন্মথ রায়ের রচিত ''সুরথ উদ্ধার'' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি ব্যবহৃত
হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান
সংখ্যা ১০৩৪, ২৩৫৮। পৃষ্ঠা: ৩১৬, ৭১৮]
- সুরথ-উদ্ধার পালার গান। ১ (পুরবাসীগণের গান)। [নজরুল রচনাবলী জন্মশতবর্ষ
সংস্করণ, অষ্টম খণ্ড। বাংলা একাডেমি, ঢাকা। দ্বিতীয় মুদ্রণ, ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি
২০১৮। পৃষ্ঠা: ২৯৭]
- পত্রিকা: নজরুল
ইন্সটিটিউট পত্রিকা। দ্বিতীয় সংকলন, অগ্রহায়ণ ১৩৯২। 'সুরথ-উদ্ধার'
নাটকের গান। আব্দুস সাত্তার। 'সুরথ-উদ্ধার' পালার গান ১ (পুরবাসীগণের গান)। পৃষ্ঠা: ১১২
- রেকর্ড:
- এইচএমভি [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। সুরথ উদ্ধার। মন্মথ রায় রচিত নাটক।
পুরবাসীগণের গান। এন ৯৮০৭। সুরকার: নজরুল ইসলাম।
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি। ৫ মার্চ ১৯৩৭
(শুক্রবার, ২১ ফাল্গুন ১৩৪৩)
- সুরকার:
কাজী
নজরুল ইসলাম
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান
মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ২। পৃষ্ঠা: ২০-২১
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি [শরৎ] নাট্যগীতি।
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর