বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: রাখ রাখ রাঙা পায়, হে-শ্যামরায়
রাগ: তিলক-কামোদ, তাল: আদ্ধা
রাখ রাখ রাঙা পায়, হে-শ্যামরায়!
ভুলে গৃহ স্বজন সবই সঁপেছি তোমায়॥
সংসার মরু ঘোর, নাহি তরু-ছায়া,
নব নীরদ শ্যাম, আনো মেঘ-মায়া;
আনন্দ-নীপবনে নন্দ দুলাল এসো,
বহাও উজান, হরি, অশ্রুর যমুনায়॥
একা জীবন মোর গহন ঘন ঘোর,
এসো এ বনে বনমালী, গোপ কিশোর,
কুঞ্জ রচেছি দুখ-শোক তমাল-ছায়
-
প্রেম-প্রীতির গোপী চন্দন শুকায়ে যায়॥
দারা সুত প্রিয়জন, হরি হে, নাহি চাই,
পদ্মা-পলাশ-আঁখি যদি দেখিতে পাই;
রাখাল-রাজা এসো, এসো হে ঋষিকেশ,
গোকুলে লহ ডাকি', অকূলে ভাসি হায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীত
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)। তিলক-কামোদ-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা: ৯২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮
মে, ২০১১। বনগীতি। গান সংখ্যা ৬২। তিলক-কামোদ-আদ্ধা কাওয়ালী। পৃষ্ঠা ২১৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৬৭৫। রাগ: তিলক-কামোদ, তাল: আদ্ধা। পৃষ্ঠা: ২০৫]
- রেকর্ড:
টুইন [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-কার্তিক ১৩৩৯)]। এফটি
২২২৯। শিল্পী: জ্ঞানেন্দ্রনাথ ঘোষ।
- স্বরলিপি ও স্বরলিপিকার: ড. রশিদুন্ নবী।
নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম
খণ্ড)। নজরুল
ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ৯। পৃষ্ঠা: ৫২-৫৫
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন
- রাগ:
তিলক-কামোদ
- তাল:
আদ্ধা
- গ্রহস্বর: র