বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে
আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে,
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!
আমায় যারা ভালবাসে বন্ধু ব'লে বক্ষে ধরে,
—
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!
আমার আপমান করে যে
মাগো তোরই ইচ্ছা সে যে
আমায় যারা যায় মা ত্যেজে যারা আমার আসে ঘরে,
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী॥
আমার ক্ষতি করতে পারে অন্য লোকের সাধ্য কি মা;
দুঃখ যা পাই তোরই সে দান, মাগো সবই তোর মহিমা!
তাই পায়ে কেহ দলে যবে
হেসে সয়ে যাই নীরবে,
কে কারে দুখ্ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে
তোরই ইচ্ছায় ইচ্ছাময়ী!!
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না।
১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর
৩ মাস।
-
রেকর্ড:
এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এন ৯৭৮১। মৃণালকান্তি ঘোষ
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম )
নজরুল ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ৫। পৃষ্ঠা: ৩৭-৪১
[নমুনা]
- পর্যায়:
ভক্তি [সনাতান হিন্দু ধর্ম, শাক্ত]