বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম : আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে
আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে
                           তুমি ধূসর সন্ধ্যা।
তোমারে অর্ঘ্য দিতে বনে ফুটিল কি তাই
                                       রজনীগন্ধা?
গোধূলির রং সম তব মুখ, হায়!
তরুণ হাসি কেন চকিতে মিলায়?
সহসা মহুয়া বনে চঞ্চল বায়
                        হ'ল নিথর সুমন্দা॥
বিষাদ-গভীর তব নয়ন যেন নিশীথের সিন্ধু;
মুদিত কমলের দলিত দলে তুমি শিশিরের বিন্দু।
তুমি সকরুণ প্রার্থনা বেলাশেষের,
পথ-হারা পাখি তুমি দূর বিদেশের,
স্নিগ্ধ-স্রোত তুমি দূর অমরার অলকানন্দা॥
[সূত্র: নজরুল সঙ্গীতের ভাবসন্ধান। প্রথম খণ্ড। পর্যায়: প্রকৃতি। কামরুল হায়দার। নবযুগ প্রকাশনী। ফেব্রুয়ারি ২০২৫]