বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: শুকশারি সম তনু মন মম নিশিদিন গহে তব নাম

শুকশারি সম তনু মন মম নিশিদিন গহে তব নাম।
শুকতারা সম ছলছল আঁখি পথ চেয়ে থাকি ঘনশ্যাম॥
হে চির সুন্দর আধো রাতে আসি’
বল বল কে বাজায় আশার বাঁশি,
কেন মোর জীবন-মরণ শ্রীহরি তব শ্রীচরণে সঁপিলাম।
কেন গোপন রোদনের যমুনায় জোয়ার আসে?
কেন নব নীরদ মায়া ঘনায় হৃদি-আকাশে।
দেখা যদি নাহি দেবে কেন মোরে ডাকিলে
কেন, অনুরাগ-তিলক ললাটে আঁকিলে
কেন কুহু কেকা সম বিরহ অভিমান অন্তরে কাঁদে অবিরাম॥