বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা॥
যৌবন-মদ গর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি,
তব চরণের পরশ বিনা অশোক তরু মুঞ্জরে না॥
নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা,
প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা।
নৃত্য শেষের তব নুপুরগুলি হায়
রয়েছে ছড়ানো আকাশের তারকায়
সুর-লোক-উর্বশী হে বসন্ত-সেনা ! চির-চেনা॥
-
ভাবসন্ধান: এই গানে সনাতন হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যানে বর্ণিত অপ্সরা
উর্বসী বন্দনা করা হয়েছে। পৌরাণিক কাহিনিগুলোতে উর্বশীকে বলা হয়েছে, অপরূপা,
চিরযৌবনা, নৃত্যপটিয়সিনী, লীলাময়ী, প্রেমিকা ইত্যাদি।
পৌরাণিক উপাখ্যান অনুসরণে কবি এই গানের শুরুতে তাঁকে চঞ্চল-লীলায়িতা দেহা নামে
সম্বোধন করেছন। ইন্দ্রের রাজসভার অন্যতমা নৃত্যপটীয়সিনী এই অপ্সরার চঞ্চল চলনে
খেলা করো লীলায়িত ছন্দে। পৌরাণিক আখ্যানের সূত্রে কবির কাছে তাঁর এ রূপ চেনা।
তাই যেন কবির কল্পলোকের মনোবনে, উর্বসী বকুল হেনার মতো সৌন্দর্য পুষ্প ফোটায়।
এই তন্বী অপ্সরা যৌবনের মদির রসে গর্বিতা। তাঁর মুখে জ্যোৎস্নার মোহনীয় আভা খেলা
করে, নয়নে জ্বলে প্রেমের বহ্নি-শিখা। তাঁর পরশ ছাড়া মনোবনের অশোক তরু মঞ্জুরিত
হয় না।
ইন্দ্রের নন্দনকাননে বিহারিণী উর্বসীকে কবি নন্দন-নন্দিনী নামে অভিহিতা করেছেন।
তিনি প্রেমিকার মত চির-আনন্দিতা। আদি কবির কাছে তিনি আদ্য কবিতার মতো। ইন্দ্রের
রাজসভার নৃত্যের শেষে তাঁর পায়ের নূপুরগুলো যেন আকাশে ছড়ানো তারকা হয়ে বিরাজ করে।
প্রকৃতিতে বিজয়ীর বেশে আসে বসন্ত। তেমনি মানব মনে দেবলোকের উর্বশী আসে যৌবনের
বসন্তসেনা হয়ে।
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
মোহাম্মদী পত্রিকার শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৪) সংখ্যায়
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
- পত্রিকা: মোহাম্মদী। শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৪)
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন
১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪
খ্রিষ্টাব্দ)। গান সংখ্যা ৪। সাহানা-বাহার-কাওয়ালি।
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৪। সাহানা-বাহার-কাওয়ালি। পৃষ্ঠা ১৯৫]
- রেকর্ড:
-
এইচএমভি
[জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩ )]। এন ৯৮৩৯।
শিল্পী: শেফালী দাস। [শ্রবণ
নমুনা]
-
এইচএমভি [জুন ১৯৪৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫৫)]। এন ২৭৮৬২।
শিল্পী: মনোরঞ্জন চৌধুরী।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড্। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
দ্বিতীয় গান।] রেকর্ডে মনোরঞ্জন চৌধুরীর গাওয়া গানের সুরাবলম্বনে গানটির
স্বরলিপি করা হয়েছে।]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বন্দনা, অপ্সরা উর্বশী
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য