বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা, চির-চেনা
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা॥
যৌবন-মদ গর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি,
তব চরণের পরশ বিনা অশোক তরু মুঞ্জরে না॥
নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা,
প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা।
নৃত্য শেষের তব নুপুরগুলি হায়
রয়েছে ছড়ানো আকাশের তারকায়
সুর-লোক-উর্বশী হে বসন্ত-সেনা ! চির-চেনা॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
মোহাম্মদী পত্রিকার শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৪) সংখ্যায়
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
- পত্রিকা: মোহাম্মদী। শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৪)
- গ্রন্থ:
- গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন
১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪
খ্রিষ্টাব্দ)। গান সংখ্যা ৪। সাহানা-বাহার-কাওয়ালি।
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৪। সাহানা-বাহার-কাওয়ালি। পৃষ্ঠা ১৯৫]
- রেকর্ড:
-
এইচএমভি
[জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩ )]। এন ৯৮৩৯।
শিল্পী: শেফালী দাস। [শ্রবণ
নমুনা]
-
এইচএমভি [জুন ১৯৪৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৫৫)]। এন ২৭৮৬২।
শিল্পী: মনোরঞ্জন চৌধুরী।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড্। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
দ্বিতীয় গান।] রেকর্ডে মনোরঞ্জন চৌধুরীর গাওয়া গানের সুরাবলম্বনে গানটির
স্বরলিপি করা হয়েছে।]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, পৌরাণিক, অপ্সরা )
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য