নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন,
সুধীন দাশ, ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ এবং খোন্দকার শওকত হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।
নজরুল সঙ্গীত স্বরলিপি সপ্তদশ খণ্ডের সমুদয়
গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি
গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
- অনাদিকাল হতে অনন্তকাল গাহে
[তথ্য]
[নমুনা]
- অয়ি চঞ্চল লীলায়িত দেহা
[তথ্য
[নমুনা]
- আজকে শাদী বাদশাজাদীর
[তথ্য]
[নমুনা]
- আনমনে জল নিতে ভাসিল গাগরি
[তথ্য]
[নমুনা]
- আমার গানের মালা আমি করব কারে দান
[তথ্য]
[নমুনা]
- আয় বনফুল ডাকিছে মলয়
[তথ্য]
[নমুনা]
- এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে
[তথ্য]
[নমুনা]
- কানে আজো বাজে আমার
[তথ্য]
[নমুনা]
- কালো জাম রে ভাই
[তথ্য]
[নমুনা]
- খেলত বায়ু ফুল বনমে
[তথ্য]
[নমুনা]
- গুলশান কো চুম চুম কহ্তি বুলবুল
[তথ্য]
[নমুনা]
- জাগো অমৃত পিয়াসী চিত আত্মা অনিরুদ্ধ
[তথ্য]
[নমুনা]
- তুমি সুন্দর কপট হে নাথ
[তথ্য]
[নমুনা]
- নমঃ নমঃ নমো বাংলাদেশ মম
[তথ্য]
[নমুনা]
- প্রভাত বীণা তব বাজে হে
[তথ্য]
[নমুনা]
- প্রেম ক্যাটারী লাগ্গ্যায়ি তোরে কারী কারী
[তথ্য]
[নমুনা]
- ফুটল যেদিন ফাল্গুনে হায় প্রথম গোলাপ কলি
[তথ্য]
[নমুনা]
- বরষা ঐ এলো বরষা
[তথ্য]
[নমুনা]
- বালা যোব্যন মোরি সাখিরি পরদেশে পিয়া
[তথ্য]
[নমুনা]
- ব্যনমে শুন স্যাখিরি পিয়া পিয়া বোলে বাঁশুরিয়া
[তথ্য]
[নমুনা]
- মধুর আরতি তব বিশ্ব সভাতে
[তথ্য]
[নমুনা]
- মহুল গাছে ফুল ফুটেছে
[তথ্য]
[নমুনা]
- যখন আমার কুসুম ঝরার বেলা
[তথ্য]
[নমুনা]
- স্বপন যখন ভাঙবে তোমার
[তথ্য]
[নমুনা]
- স্যাখিরী দেখেতো বাগমে কামিনী [তথ্য]
[নমুনা]