বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: অনাদিকাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।

           তাল: ত্রিতাল

অনাদিকাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ-বাতাস রবি-গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়॥
        সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান-
       হে বিরাট, তোমারি উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়॥
       তব নামের বাজায় বীণা বনের পল্লব
       জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়॥
       আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায়
       তব জয়গান বাজে অপরূপ মহিমায়,
কোটি যুগ-যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়॥