বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
অনাদিকাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
তাল: ত্রিতাল
অনাদিকাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ-বাতাস রবি-গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়॥
সমুদ্র-কল্লোল নির্ঝর-কলতান-
হে বিরাট, তোমারি উদার জয়গান;
ধ্যান গম্ভীর কত শত হিমালয় গাহে তোমারি জয়॥
তব নামের বাজায় বীণা বনের পল্লব
জনহীন প্রান্তর স্তব করে, নীরব।
সকল জাতির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়॥
আলোকের উল্লাসে, আঁধারের তন্দ্রায়
তব জয়গান বাজে অপরূপ মহিমায়,
কোটি যুগ-যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়॥
-
রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
প্রবর্তক পত্রিকার কার্তিক ১৩৪৪ (অক্টোবর-নভেম্বর ১৯৩৭) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৫ মাস।
-
পত্রিকা: প্রবর্তক। কার্তিক ১৩৪৪ (অক্টোবর-নভেম্বর ১৯৩৭)
-
রেকর্ড:
টুইন রেকর্ড। ডিসেম্বর ১৯৩৭ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪)। এফটি ১২১৯৬।
শিল্পী: সাধক সংঘ
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
প্রথম গান। রেকর্ডে সাধক সংঘের শিল্পীদের গাওয়া গানের সুরাবলম্বনে
গানটির স্বরলিপি করা হয়েছে।]
[নমুনা]
-
সুরকার: সুবল দাশগুপ্ত
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য