বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী
তাল:
কাহার্বা
স্যখিরী দেখেতো বাগমেঁ কামিনী
জুঁহি চাম্বেলী কি ক্যয়সী বাহার হ্যায়॥
আও আও হ্যর ডালি সে তোড়কে
ক্যচ্চি কলিও কো গুঁথে হ্যম যোড়কে
প্রেমমালা পিন্হায়ে দিলদার ইয়ার কো
ম্যস্ত হোক্যর গলে মিলতী হ্যর ডার হ্যায়॥
ম্যয় হুঁ সুন্দর নার নওয়েলী প্যরী
প্যহেনা ফুলোঁ কা গ্যহনা যো ম্যায়নে স্যখি
দুলহান ব্যন গ্যই।
প্যয়ারে প্রীতমসে মিলনে কি আই ঘ্যড়ি
ইসী কারণ স্যখীরী ব্যনী সুন্দরী
আজ বাল্যম কে ম্যন কো লুভাউঙ্গী
ইসী আশা পে সারা ইয়ে সিঙ্গার হ্যায়॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর
৫ মাস।
- রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৭ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৪)। এন ৯৯৯৬। শিল্পী: সীতা দেবী। সুর: নজরুল ইসলাম]
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
২৫ সংখ্যক গান]
[নমুনা]
-
সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য