বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: খেলত বায়ু ফুলবন-মে, আও প্রাণ-পিয়া 
 
	
		
			        তাল: কাহার্বা
খেলত বায়ু ফুলবন-মে, আও প্রাণ-পিয়া
			আও মন-মে প্রেম-সাথি আজ রজনী, গাও প্রেম-পিয়া॥
মন-বন মে প্রেম মিলি দোলত হ্যয় ফুল কলি
			বোলত হ্যয় পিয়া পিয়া বাজে মুরলীয়া, আওয়ে শ্যাম পিয়া॥
মন্দির মে রাজত হ্যয় পিয়া তব মূরতি
			প্রেম পূজা লেও পিয়া, আও প্রেম-সাথি।
চাঁদ হাসে তারা সাথে আও পিয়া প্রেম-রথে
সুন্দর হ্যয় প্রেম-রাতি আও মোহনীয়া, আও প্রাণ পিয়া॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
	জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই
	(আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)
মাসে, এইচএমভি
	রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
 
- রেকর্ড:  এইচএমভি।
	[জুলাই 
১৩৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)। এন ৯৯২৭। শিল্পী: 
		আভা সরকার। সুর: কাশেম মল্লিক] 
		[শ্রবণ 
	নমুনা]
- 
স্বরলিপিকার ও স্বরলিপি:
	সুধীন দাশ। 
[নজরুল-সঙ্গীত 
স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। 
	দশম গান।] 
	[নমুনা]
- 
সুরকার: কাশেম মল্লিক
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম [হিন্দি গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য