বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই। 
                    তাল:কাহার্‌বা
                স্বপন যখন ভাঙবে তোমার দেখবে আমি নাই।
মোরে         শূন্য তোমার বুকেরি কাছে খুঁজ্‌বে গো বৃথাই॥
                        দেখবে জেগে' বাহুর' পরে
                        আছে নীরব অশ্রু ঝ'রে
                কাছ থেকেও ছিলাম দূরে যাই গো চ'লে যাই॥
                কাঁটার মতো ছিলাম বিঁধে আমি তোমার বুকে,
                বিদায় নিলাম চিরতরে ঘুমাও তুমি সুখে (ওগো)।
                        একলা ঘরে জেগে' ভোরে
                        হয়তো মনে পড়বে মোরে,
                        দূরে স'রে হয়তো পাব অন্তরেতে ঠাঁই॥