বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
: মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন
মহুল গাছে ফুল ফুটেছে নেশার ঝোঁকে ঝিমায় পবন
গুনগুনিয়ে ভ্রমর এলো, (ওলো) ভুল করে তোর ভোলালো মন॥
আঁউরে গেছে মুখখানি ওর
কর লো বাতাস খুলে আঁচর
চাঁদের লোভে এলো চকোর (ও তুই) মেঘে ঢাকিসনে লো নয়ন॥
কেশের কাঁটা বিধে পাখায়
রাখলো ওরে বেঁধে শাখায়
মৌটুসি মৌ মদের মিঠায় (ও তুই) কপটে কর নিকট আপন॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর
(১৬ পৌষ ১৩৩৬), নাট্যকার মন্মথ রায় রচিত 'মহুয়া' মঞ্চস্থ হয়। নাটকটিতে
এই গানটি ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, মন্মথ রায় নাটকটি ৪-১৯
ডিসেম্বরের মধ্যে রচনা করেছিলেন।
এই সময় নজরুলের বয়স ছিল- ৩০ বৎসর ৭ মাস।
-
মঞ্চ:
মহুয়া।
নাট্যকার:
মন্মথ রায়।
মনোমোহন থিয়েটার,
১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর (১৬ পৌষ ১৩৩৬)। নাটকের উদ্বোধনী পরিবেশনায় বেদে ও
বেদেনী দলের
চরিত্রে শিল্পী বনবিহারী পাইন, ননী বন্দ্যোপাধ্যায়, অভয় গাঙ্গুলি, নিরুপমা,
আঙ্গুরবালা, তারক বালা, মনিবালা, সুশীলাবালা প্রমুখের কণ্ঠে এই গানটি গীত হয়।
-
গ্রন্থ:
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
১৪৬৯ সংখ্যক গান।
- মহুয়া: মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী চতুর্থ খণ্ড (মনমথন প্রকাশন। ২২১ সি,
বিবেকানন্দ রোড। কলিকাতা -৭০০০০৬। ১৯৫৮]। দ্বিতীয় অঙ্ক।
বেদে-বেদেনীদের গান। পৃষ্ঠা: ২০৯-২১০।
- মহুয়ার গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। অষ্টম খণ্ড। বাংলা একাডেমি ঢাকা। দ্বিতীয় মুদ্রণ: ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি ২০১৮। গান সংখ্যা
৭। বেদেনির গান। দরবারি কানাড়ি-কাওয়ালি। পৃষ্ঠা: ২৯০।
- রেকর্ড:
এইচএমভি। ডিসেম্বর
১৯৩৪ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪১)। পি. ৭৩০৯। শিল্পী:
আঙ্গুরবালা। শ্রেণি-ঝুমুর। সুর: কাজী নজরুল
ইসলাম
[শ্রবণ নমুনা]।
- বেতার: 'মহুয়া'।
মন্মথ রায় রচিত সঙ্গীতবহুল নাটক।
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২
খ্রিষ্টাব্দে (শুক্রবার ১ পৌষ ১৩৩৯), সান্ধ্য
অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- সূত্র: বেতারজগৎ। ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা। ১৯৩২। পৃষ্ঠা: ২২৮]
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার
কেন্দ্র। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ১৯৪০। ২৬ মাঘ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯ মিনিট।
- সূত্র: বেতার জগৎ-এর [১১শ বর্ষ, ৩য়
সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
- সুরকার: কাজী নজরুল
ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
২২ সংখ্যক গান।] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: নাট্যগীতি [প্রকৃতি]
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দ্রুত
দাদরা
- গ্রহস্বর: পা