বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম
: এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো ঝুলনের সাজে
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো ঝুলনের সাজে
তারে গোপ বালিকার মালা পরাব আজি এ রাখাল রাজে॥
নব নীপমালা পরি আসিল কিশোর হরি
বাজিল ঘন মেঘে বাঁশরি বৃষ্টিতে নূপুর বাজে॥
সে এসেছে ঐ চন্দন মন্থন তনু গোপী বরণ এসেছে
নীল লাবনিতে ছাইয়া অবনি বিদ্যুত হাসি হেসেছে।
ঘনঘটা গগনে দোলা লাগায় মনে মনে।
দোলা লেগেছে, নয়নে মনে দোলা লেগেছে
শয়নে স্বপনে দোলা লেগেছে — বাঁধো বাঁধো ঝুলনা
খোঁপায় পরিয়া দোপাটি মালিকা সাজো সাজো অতুলনা
নির্দয় হৃদয়হীনে বাঁধিব হৃদয়মাঝে॥
- ভাবসন্ধান: এটি ঝুলনোৎসবের আয়োজনের গান বা ঝুলনের আগমনী গান। এই
উৎসবকে মহিমান্বিত হয়েছে কৃষ্ণে উপস্থিতিতে। এই বিচারে ঝুলনোৎসব হয়ে উঠেছে
অনন্য-সাধারণ।
তমাল বনে আয়োজিত এই উৎসবে যোগ দিতে কালো কানাই এসেছেন- নতুন কদম ফুলের মালা পরে।
সেই আনন্দে সবাইকে ঝুলনের সাজে সাজতে বলা হয়েছে। রাখাল রাজ-রূপী কৃষ্ণকে তাঁরা
গোপ-বালিকার (রাধার) গাঁথা ফুলমালা দিয়ে সাজাবেন। কৃষ্ণ এসেছেন বলেই তাঁর
বাঁশরির ধ্বনি বেজে উঠেছে ঘন মেঘলোকে। বৃষ্টি মুখরিত হয়েছে মধুর নূপরের ছন্দে।
চন্দনমন্থিত বর্ণের তনু গোপী (কৃষ্ণ) এসেছেন, তাঁর বরণের সময়ে। ধরিত্রী
যেন হেসেছে বিদ্যুৎ-ঝলকিত হাসিতে- তাঁর নীল-লাবণ্য-মাখা সৌন্দর্যে আচ্ছন্ন করে।
তারই স্পর্শে মেঘরাশি আকাশে ছন্দের দোলা লাগে উৎসবের জনমনে। দোলা লাগে নয়নে, মনে,
শয়নে, স্বপনে। সেই দোলায় অংশভাগী হতে- সবাইকে ঝুলনের দোলনা বাঁধতে অনুরোধ করা
হয়েছে। হৃদয়হীনের নির্দয় হৃদয়কে হৃদয়ে বাঁধবার জন্য, গোপনীদের খোঁপায় দোপাটি
ফুলের মালা বাঁধতে বলা হয়েছে।
- রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ
১৩৪১) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স
ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি
২০১২]। গান সংখ্যা ৪১৬
- রেকর্ড:
-
এইচএমভি। মে ১৯৩৪
(বৈশাখ-জ্যৈষ্ঠ
১৩৪১)। পি ১১৭৮৫। শিল্পী: আঙ্গুরবালা
[শ্রবণ
নমুনা]
-
৭ আগষ্ট ১৯৩৪ (মঙ্গলবার ২২ শ্রাবণ ১৩৪২)
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি
চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তিপত্রে গানটির উল্লেখ আছে।
- টুইন। আগষ্ট ১৯৩৬
খ্রিষ্টাব্দের
(শ্রাবণ -ভাদ্র ১৩৪৩)। টুইন। এফটি ৪৫২৭। শিল্পী: আঙ্গুরবালা
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
সপ্তম গান। রেকর্ডে আঙ্গুরবালার গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। উৎসব। ঝুলন
- সুরাঙ্গ: ঝুলন
- তাল: তালফেরতা
- গ্রহস্বর: গমা