বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
তাল:
কাহার্বা
যখন আমার কুসুম ঝরার বেলা তখন তুমি এলে
ভাটির স্রোতে ভাসলো যখন ভেলা পারের পথিক এলে॥
আঁধার যখন ছাইল বনতল
পথ হারিয়ে এলে হে চঞ্চল
দীপ নিভাতে এলে হে বাদল ঝড়ের পাখা মেলে॥
শূন্য যখন নিবেদনের থালা তখন তুমি এলে
শুকিয়ে যখন ঝরল বরণ-মালা তখন তুমি এলে।
নিরশ্রু এই নয়ন পাতে
শেষ পূজা মোর আজকে রাতে
নিবু নিবু প্রাণ শিখাতে আরতি-দীপ জ্বেলে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের
ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড করেছিল। পরে রেকর্ডটি বাতিল করা হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- রেকর্ড সূত্র:
-
টুইন [
ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)। শিল্পী: রণজিৎ মণ্ডল।
রেকর্ডটি বাতিল হয়ে যায়।]
-
এইচএমভি। অক্টোবর ১৯৩৮ (আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এন ১৭২০৪। শিল্পী: মিস প্রমোদা। সুর: নজরুল ইসলাম।
[শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ।
২৩ সংখ্যক গান।] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য