অকূল তুফানে নাইয়া কর পার
পাপ দরিয়াতে ডুবে মরি কাণ্ডারি
নাই কড়ি নাই তরী প্রভু পারে তরিবার॥
থির নহে চিত পাপ-ভীত সদা টলমল
পুণ্যহীন শূন্য মরু সম হৃদি-তল নাহি ফুল নাহি ফল
পার কর হে পার কর ডাকি কাঁদি অবিরল
নাহি সঙ্গী নাহি বন্ধু নাহি পথেরি সম্বল।
সাহারায় নাহি জল
শাওন বরিষা সম তব করুণার ধারা
ঝরিয়া পড়ুক পরানে আমার॥
রেকর্ড বুলেটিনের মন্তব্য-গায়ক এই গান দুইখানির রচনা, সুর সংযোজনা এমনভাবে করিয়াছেন যাহাতে হিন্দু, মুসলমান সকলেরই আনন্দদায়ক হয়" গান দুইখানি অর্থে আলাচ্য গানটি ও রেকর্ডের অপর পিঠের গান - 'এসেছি তব দ্বারে'।