এলো ঈদল-ফেতর এলো ঈদ ঈদ ঈদ।
সারা বছর যে ঈদের আশায় ছিল নাক’ নিদ॥
রোজা রাখার ফল ফ’লেছে দেখ রে ঈদের চাঁদ,
সেহরি খেয়ে কাটল রোজা, আজ সেহেরা বাঁধ,
ওরে বাঁধ আমামা বাঁধ।
প্রেমাশ্রুতে ওজু ক’রে চল্ ঈদগাহ মসজিদ॥
(আজ) ছিটায় মনের গোলাব-পাশে খুশির গোলাব-পানি
(আজ) খোদার ইস্কের খুশবু-ভরা প্রাণের আতরদানি,
ভরল হৃদয়-তশ্তরিতে শিরনি তৌহিদ॥
(দেখ্) হজরতের হাসির ছটা ঈদের চাঁদে জাগে
সেই চাঁদেরই রঙ যেন আজ সবার বুকে লাগে,
(এই) দুনিয়াতেই মিটল ঈদে বেহেশ্তী উমিদ॥