ঈদুল-ফেতর
নজরুলের রচিত একটি রেকর্ড নাটিকা। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাস (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩) এইচএমভি দুইটি রেকরডে এই নাটিকাটি প্রকাশ করেছিল। এর রেকর্ড নম্বর ছিল- যথাক্রমে এন ৯৮২৩ এবং ৯৮২৪। নাটিকাটির চরিত্রগুলো ছিল- ফকির জমিদার, ইমতাজ, বদনার মা ও পথচারী। নাটিকাটিতে মোট টি গান ব্যবহার করা হয়েছিল। গানগুলো হলো-
 
  • ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস [তথ্য]
    এন ৯৮২৩। শিল্পী: ধীরেন দাস। চরিত্র: ফকির।
  • ঈদের খুশির তুফানে আজ  [তথ্য]
    এন ৯৮২৪। শিল্পী: দলগত গান। কোরাস (মহিলা কণ্ঠ)
  • এলো ঈদল-ফেতর এলো ঈদ ঈদ ঈদ [তথ্য]
  • প্রাণের প্রিয়তম ঠাকুর  [তথ্য]
    এন ৯৮২৪। শিল্পী: ধীরেন দাস। চরিত্র: ফকির।]

সূত্র: