বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোমার বিবাহে আপনার হাতে
নাটিকা : 'লায়লী-মজনু'
তোমার বিবাহে আপনার হাতে (প্রিয়)
আমি দেব হার পরায়ে।
মোর চোখে যদি জল করে টলমল
আমি দু’হাত দেব গো সরায়ে॥
- রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র
১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স
ছিল ৩৬ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইনস্টিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ,
আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান-১৪৬৬।
নাটিকা : 'লায়লী-মজনু'।পৃষ্ঠা ৪৪১]
- রেকর্ড:
এইচএমভি।
রেকর্ড নাটিকা
লাইলী মজনু।
নাট্যকার
মন্মথ রায়।
আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। নবম ও দশম খণ্ড। এন ৭৩৯৯। শিল্পী:
ধীরেন দাস।