লাইলী মজনু
রেকর্ড নাটিকা।

নাট্যকার মন্মথ রায়। ১৪টি খণ্ডে বিভাজিত এই নাটকটি এইচএমভি থেকে ৬টি রেকর্ডে প্রকাশিত হয়েছিল ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (১৬ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৪২) মাসে। রেকর্ডের ক্রমিক নম্বর ছিল ৭৩৯৫ থেকে ৭৪০০ পর্যন্ত ।  এই নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল- ১৯৯৩ খ্রিষ্টাব্দে নজরুল একাডেমী থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী'র চতুর্থ খণ্ডে। এর পাদটীকায় লিখা ছিল- ‌কবি আব্দুল কাদিরের পরিবারের সৌজন্যে ও মোহাম্মদ মাহ্‌ফুজউল্লাহের সৌজন্যে প্রাপ্ত'। ফলে ১৯৯৩ খ্রিষ্টাব্দের পরে নজরুল গবেষকরা এই নাটকটি নজরুলের রচিত নাটক হিসেবে আলোচনা চালিয়েছিলেন। পরে এইচএমভি থেকে প্রকাশিত রেকর্ড-নাট্যগুলোর রেকর্ড লেবেল এবং রেকর্ড বুলেটিন থেকে জানা, নাটকটি মন্মথ রায়ের রচিত নাটক। [ রেকর্ড বুলেটিন]

এই রেকর্ডগুলোতে নজরুলের রচিত ১৩টি গান প্রকাশিত হয়েছিল। এই নাটকের ১৩টি গান ছিল নজরুলের রচিত ও সুরারোপিত। নিচে রেকর্ড ও গানের পরিচয় তুলে ধরা হলো-