লায়লী গো এসো এসো শুভ লগ্ন বহিয়া যায়।
মিলনের ক্ষণ আসে, আজি জীবনের সন্ধ্যায়॥
 রচনাকাল 
		ও স্থান:
	গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র 
	১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স 
	ছিল ৩৬ বৎসর ২ মাস।
রচনাকাল 
		ও স্থান:
	গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র 
	১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স 
	ছিল ৩৬ বৎসর ২ মাস।