বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
তাল: কাহার্বা
পুরুষ :তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা
স্ত্রী : সহিতে হবে মোরে সুচির জ্বালা॥
পুরুষ
:দুলিবে গলে মোর বুকের’ পরে
স্ত্রী : ফেলে দিবে বাসি হলে নিশি-ভোরে
বন-কুসুম ঝরি বনে
নিরালা॥
পুরুষ :তব কুঞ্জ-গলি আসে দখিন-হাওয়া আসে চপল অলি
স্ত্রী : তা’রা রূপ-পিয়াসি তা’রা ছিঁড়ে না কলি।
তা’রা বনের বাহিরে
মোরে নেবে না কালা।
পুরুষ : তবে চলিয়া যাই আমি নিরাশা ল’য়ে
স্ত্রী : না, না, যেয়ো না যেয়ো না, থাক গো বুকে
শিশির হয়ে।
পুরুষ : এসো নব প্রেমে করি বন উজালা।
দ্বৈত : এসো নব প্রেমে করি বন উজালা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার
২৭ আশ্বিন ১৩৩৯)-এ প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)। ডুয়েট গান। পৃষ্ঠা: ৫৮
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ৩৮ সংখ্যক গান।
ডুয়েট গান। পৃষ্ঠা ২০০-২০১]
- রেকর্ড: টুইন [ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)]।
এফটি ২৩২২। শিল্পী: ধীরেন দাস ও মানিকমালা।
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] নবম গান
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মগা