বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:তোমার সজল চোখে লেখা মধুর গজল গান
তোমার সজল চোখে লেখা মধুর গজল গান।
চেয়ে চেয়ে তাই দেখে গো আমার দু'নয়ান॥
আমার পুঁথির আখর যত
তোমার মালার মোতির মত,
তাই দেখি আর পাঠ ভুলে যাই, আকুল করে প্রাণ॥
যেমন বুলবুলি আর রঙিন গোলাব
লায়লী-মজনু দুইজনে ভাব,
ওদের প্রেমে ধূলির ধরা হল গুলিস্তান॥
- রচনাকাল
ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র
১৩৪২) মাসে, এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স
ছিল ৩৬ বৎসর ২ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইনস্টিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ,
আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান-১৪৬৭।
নাটিকা : 'লায়লী-মজনু'।পৃষ্ঠা ৪৪১]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৭৩।
for Renu Bose (for Tarak Bbanarji
লিখে কেটে দেওয়া হয়েছে)। কীর্তন ভাঙা। পৃষ্ঠা: ১০০।]
রেকর্ড:
এইচএমভি।
রেকর্ড নাটিকা
লাইলী মজনু।
নাট্যকার
মন্মথ রায়।
আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। প্রথম ও দ্বিতীয় খণ্ড। এন ৭৩৯৫। লাইলী ও মজনুর গান। শিল্পী: ধীরেন দাস ও হরিমতী।
স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা
১০। পৃষ্ঠা: ৫৪-৫৫
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান