নজরুলের হারানো গানের খাতা

কাজী নজরুল ইসলামের হাতে লেখা পাণ্ডুলিপির সংকলন। 'নজরুলের হারানো গানের খাতা' শিরোনামে মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত এই সংকলনটি ১৯৯৭ খ্রিষ্টাব্দের জুন মাসে প্রকাশ করেছিল নজরুল ইন্সটিটিউট।

কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়ার পর, ১৯৪২ খ্রিষ্টাব্দের দিকে মামাতো ভাই আনওয়ারুল ইসলামেকে তিনটি গানের খাতা দিয়েছিলেন। উল্লেখ্য আনওয়ারুল ইসলাম ছিলেন পাকিস্তানের একাউন্টেন্ট জেনারেল। আনওয়ার ইসলাম পাঠানকন্যা রেহানা ইসলামকে বিবাহ করেছিলেন। রেহানা ইসলাম পাকিস্তান পরিকল্পনা পাকিস্তানের পরিকল্পনা কমিশনের অর্থনীতিবিদ হিসেব কর্মরত ছিলেন।

আনওয়ারুল ইসলামের মৃত্যুর পর, তাঁর স্ত্রী রেহানা ইসলাম এই খাতা তিনটি যত্নে রক্ষা করেন। ঢাকায় নজরুল ইন্সটিটিউট প্রতিষ্ঠার পর, রেহানা ইসলাম খাতা তিনটি এই প্রতিষ্ঠানে দান করার কথা ভাবেন। সেই সময় রেহানা ইসলাম ইসলামাবাদে থাকতেন। এই সময় ঢাকা থেকে আগত জনৈক ব্যক্তি ইসলামাবাদে রেহানা ইসলামের বাসায় এসে এই খাতা তিনটি দেখার ইচ্ছা প্রকাশ করেন। রেহানা খাতা তিনটি তাঁকে দেখতে দিয়ে ভিতরে এই ব্যক্তির আপ্যায়নের ব্যবস্থা করার জন্য বাসার ভিতরে গেলে, এই ব্যক্তি দুটি খাতা চুরি করে পালিয়ে যায়। অবশিষ্টা খাতাটি পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কিউ.এ. এম. রহিম এবং তাঁর স্ত্রী বেগম নাসরিন রহিম অবশিষ্ট অনুষ্ঠানিকভাবে খাতাটি সংগ্রহ করেন। পরে খাতাটি নজরুল ইন্সটিটিউটে প্রদান করা হয়। নজরুল ইনস্টিটিউট থেকে এই খাতাট মুদ্রিত আকারে প্রকাশিত হয়। 'হারানো গানের খাতা' শিরোনামের এই সংকলনে মোট ১৫৮টি পাওয়া যায়। নিচে এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো।

  1. অন্ধকারে এসে তুমি  [৭০। পৃষ্ঠা ৯৭] [গান ১০০৮] [তথ্য]
  2. অশ্রু বদল করেছিনু মোরা [৯৩। পৃষ্ঠা ১২০][গান-২৫২৭] [তথ্য]
  3. আজ শেফালির গায়ে হলুদ [১৪১। পৃষ্ঠা ১৬৮][গান-১০৩৫] [তথ্য]
  4. আজিকে তনু মনে লেগেছে রঙ  [১২৮। পৃষ্ঠা ১৫৫][গান-২০৩] [তথ্য]
  5. আবার কেন আগের মত [৫২। পৃষ্ঠা ৭৯]  [গান-১০৬৩] [তথ্য]
  6. আমায় আঘাত যত হান্‌বি (আমায় দুঃখ যত)  [১৩৯। পৃষ্ঠা ১৬৬][গান-১০৬৭] [তথ্য]
  7. আমায় আর কত দিন মহামায়া [১৩৩। পৃষ্ঠা ১৬০]  [গান-১০৬৮] [তথ্য]
  8. আমার আছে অসীম আকাশ  [৫৮। পৃষ্ঠা ৮৫] [গান-১০৭২] [তথ্য]
  9. আমার আছে এ‌ই ক'খানি গান [৩৮। পৃষ্ঠা ৬৪] [গান-৩৫৪] [তথ্য]
  10. আমার ঘরের মলিন দীপালোকে [৭৫। পৃষ্ঠা ১০২][গান-৩৭০] [তথ্য]
  11. আমার যাবার সময় হলো, দাও বিদায় [১১৪। পৃষ্ঠা ১৪১] [গান-৮৮৫] [তথ্য]
  12. আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারি  [১২৩। পৃষ্ঠা ১৫০] [গান-৬৬৬] [তথ্য]
  13. আমার সুরের ঝর্না-ধারায় [৬০। পৃষ্ঠা ৮৭] [গান-১০৮৮] [তথ্য]
  14. আমি অলস উদাস আন্‌মনা [১৫। পৃষ্ঠা ৪১] [গান-১০৯৪] [তথ্য]
  15. আমি উদাসীন আমি ভুলেছি সবায় [৯৬। পৃষ্ঠা ১২৩] [গান-২৫২৯] [তথ্য]
  16. আমি দ্বার খুলে আর রাখব না [৫১। পৃষ্ঠা ৭৮] [গান-৬৪৪] [তথ্য]
  17. আমি কর্থ্য ভাষা (কর্থ্য ভাষা কইতে নারি) [গান-২৩৫৬] [তথ্য]
  18. উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল [১৪৬। পৃষ্ঠা ১৭৩][গান-১২৪] [তথ্য]
  19. উতল হ'ল শান্ত আকাশ  [৯৩। পৃষ্ঠা ১২০] [গান-১২৫] [তথ্য]
  20. একটুখানি দাও অবসর (মোরে একটুখানি দাও অবসর) [১২৯। পৃষ্ঠা ১৫৬] [গান-৮১১] [তথ্য]
  21. একলা জাগি তোমার বিদায়  [৯৭। পৃষ্ঠা ১২৪] [গান-২৫৩১] [তথ্য]
  22. একে একে সব মেরেছিস [১১৭। পৃষ্ঠা ১৪৪] [গান-২৩৬৭] [তথ্য]
  23. একেলা ঢুলিয়া ঢুলিয়া কে যায় [২১। পৃষ্ঠা ৪৭] [গান-১১৭৫] [তথ্য]
  24. এলো ঐ পূর্ণ শশী ফুল-জাগানো [৩। পৃষ্ঠা ২৯][গান-৪১৫] [তথ্য]
  25. এসো আনন্দিতা ত্রিলোক-বন্দিতা [১৪৩। পৃষ্ঠা ১৭০][গান-১১৬৬] [তথ্য]
  26. এসো তুমি একেবারে প্রাণের পাশে [৯৫। পৃষ্ঠা ১২২] [গান-২৫৩৩] [তথ্য]
  27. এসো মাধব এসে পিও মধু [২৭। পৃষ্ঠা ৫৩] [গান-১১১৮] [তথ্য]
  28. ঐ নীল গগনের নয়ন-পাতায় [১৮। পৃষ্ঠা ৪৪] [গান-২৫১১] [তথ্য]
  29. ও কে উদাসী বেণু বাজায় [১০৩। পৃষ্ঠা ১৩০] [গান-২১৩] [তথ্য]
  30. ও তুই উল্টা বুঝ্‌লি রাম [১৪০। পৃষ্ঠা ১৬৭][গান-১৩০] [তথ্য]
  31. ও মা দুঃখ অভাব ঋণ যত মোর (আমার ঋণের) [১৩২। পৃষ্ঠা [গান-১৩০৮] [তথ্য]
  32. ওরে আলয়ে আজ মহালয়া (এলো মা আমার মা) [১৪৪। পৃষ্ঠা: ১৭১] [গান-১৩১৫] [তথ্য]
  33. ওরে ও-স্রোতের ফুল [৪৬। পৃষ্ঠা ৭২]  [গান-১৩২৭] [তথ্য]
  34. ওগো দুপেয়ে জীব ছিল গদাই (দু পেয়ে জীব)[৩১। পৃষ্ঠা ৫৭]  [গান-৭৬৬] [তথ্য]
  35. ওগো পিয়া (প্রিয়া) তব অকরুণ ভালোবাসা  [৭১। পৃষ্ঠা ৯৮]  [গান-১৩২৩] [তথ্য]
  36. ওগো পূজার থালায় আছে আমার [৩৬। পৃষ্ঠা ৬২][গান-৯১৪] [তথ্য]
  37. কলির রাই কিশোরী [১৫৯। পৃষ্ঠা ১৮২][গান-২৩৮০] [তথ্য]
  38. কাঁদব না আর শচী-দুলাল [১৩৪। পৃষ্ঠা: ১৬১] [গান-৭৮৯] [তথ্য]
  39. কাছে আমার নাই বা এলে [৮৯। পৃষ্ঠা ১১৬] [গান-৯৫] [তথ্য]
  40. কানে আজো বাজে আমার [৭৭। পৃষ্ঠা ১০৪][গান-৪২৫] [তথ্য]
  41. কার ঝর ঝর বর্ষণ বাণী ( ঝর ঝর বর্ষণ বাণী)[৮৩। পৃষ্ঠা ১১০] [গান-৪২৬] [তথ্য]
  42. কার বাঁশরি বাজে বেণুকুঞ্জে [১২৭। পৃষ্ঠা ১৫৪] [গান-২৫৩৯] [তথ্য]
  43. কিশোরী মিলন বাঁশরি [১০৫। পৃষ্ঠা ১৩২][গান-৬৮০] [তথ্য]
  44. কিশোরী সাধিকা রাধিকা শ্রীমতী [১০২। পৃষ্ঠা ১২৯] [গান-১৩৭৯] [তথ্য]
  45. কুড়িয়ে কুসুম ছড়িয়ে ফেল অভিমানে [৮২। পৃষ্ঠা ১০৯][গান-৪২৫] [গান-২৫৪১] [তথ্য]
  46. কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি [৪৪। পৃষ্ঠা ৭০][গান-৩৩৬] [তথ্য]
  47. কে বলে গো তুমি আমার নাই [৫৬। পৃষ্ঠা ৮৩][গান-৩৩৭] [তথ্য]
  48. কেঁদে কেঁদে নিশি হল ভোর  [২০। পৃষ্ঠা ৪৬] [গান-১২৩৪] [তথ্য]
  49. কোন্ নামে হায় ডাক্‌বো [৫০। পৃষ্ঠা ৭৬-৭৭]
  50. কোয়েলা কুহু কুহু ডাকে [২৩। পৃষ্ঠা ৪৯] [গান-১৩৪৪] [তথ্য]
  51. খুলেছে আজ রঙের দোকান  [৩৯। পৃষ্ঠা ৬৫] [গান-২২২] [তথ্য]
  52. খেলিছে জলদেবী সুনীল সাগর জলে [১২১। পৃষ্ঠা ১৪৯][গান-৩৫৮] [তথ্য ]
  53. খেলো না আর আমায় নিয়ে [৩৭। পৃষ্ঠা ৬৩] [গান-১২৪৪] [তথ্য]
  54. গঙ্গার বালুতটে খেলিছে কিশোর [১৪৭। পৃষ্ঠা ১৭৪][গান-১২৪৮] [তথ্য]
  55. গাও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম [১০৭। পৃষ্ঠা ১৩৪][গান-১২৫৩] [তথ্য]
  56. গানের সাথী আছে আমার [১০০। পৃষ্ঠা ১২৭][গান-৪৩৬] [তথ্য]
  57. গাহ নাম অবিরাম কৃষ্ণনাম কৃষ্ণনাম [১০১। পৃষ্ঠা ১২৮] [গান-১২৫৪] [তথ্য]
  58. ঘরে আয় ফিরে, ফিরে আয় পথহারা [১০১। পৃষ্ঠা ১২৮][গান-১২৭১] [তথ্য]
  59. ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি [১৪। পৃষ্ঠা ৪০][গান-৫] [তথ্য]
  60. চাঁদের দেশের পথ-ভোলা পরী [পৃষ্ঠা ১৮৮] [গান-২৫৪৩] [তথ্য]
  61. চোখে চোখে চাহ যখন  [৭৮। পৃষ্ঠা ১০৫] [গান-১৩৯০] [তথ্য]
  62. জাগো অমৃত-পিয়াসি-চিত আত্মা-অনিরুদ্ধ  [৫৭। পৃষ্ঠা ৮৪][গান-৪৩৮] [তথ্য]
  63. জোছনা-হসিত মাধবী নিশি আজ [১৭। পৃষ্ঠা ৪৩][গান-১৪১৭] [তথ্য]
  64. জ্বালিয়ে আবার দাও [৬৯। পৃষ্ঠা ৯৬][গান-২৫৪৭] [তথ্য]
  65. ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে [২। পৃষ্ঠা ২৮] [গান-৩৬২] [তথ্য]
  66. ঝরে বারি গগনে ঝুরু ঝুরু [১০। পৃষ্ঠা ৩৬] [গান-১৪২১] [তথ্য]
  67. ডাকতে তোমায় পারি যদি [৭৯। পৃষ্ঠা ১০৬][গান-৪৪১] [তথ্য]
  68. ঢল ঢল তব নয়ন-কমল কাজল [৪৭। পৃষ্ঠা ৭৩] [গান-১৪৩২] [তথ্য]
  69. তব চরণ-প্রান্তে মরণ-বেলায় [২৯। পৃষ্ঠা ৫৫] [গান-১৯০৬] [তথ্য]
  70. তব মাধবী লীলায় কর (মাধবী লীলায় কর)[৬৫। পৃষ্ঠা ৯২][গান-১৪৪৪] [তথ্য]
  71. তব যাবার বেলা বলে যাও [৭। পৃষ্ঠা ৩৩][গান-১৪৪৫] [তথ্য]
  72. তুমি আমারে কাঁদাও [৭৩। পৃষ্ঠা ১০০][গান-৬৫৭] [তথ্য]
  73. তুমি দিয়েছ দুঃখ-শোক বেদনা [১২২। পৃষ্ঠা ১৪৯][গান-৮১৭] [তথ্য]
  74. তুমি যখন এসেছিলে [৫৫। পৃষ্ঠা ৮২] [গান-৯৪] [ তথ্য]
  75. তুমি লহ প্রভু আমার সংসারেরি ভার [১৫৮। পৃষ্ঠা ১৮১] [গান-৪৪২] [তথ্য]
  76. তোমায় ফেলে এসেছিলাম  [৫৪। পৃষ্ঠা ৮১] [গান-২৫৫৪] [তথ্য]
  77. তোমার আঘাত শুধু দেখলো ওরা [১৩১। পৃষ্ঠা ১৫৮][গান-১৯২৪] [তথ্য]
  78. তোমার দেওয়া ব্যথা সে যে [১৫৭। পৃষ্ঠা ১৮০][গান-৩০৫৯] [তথ্য]
  79. তোমার ফুল-ফোটানো সুর [৮৪। পৃষ্ঠা ১১২][গান-২৫৫২] [তথ্য]
  80. তোমার ফুলের মতন মন [২৬। পৃষ্ঠা ৫২][গান-১৪৬৫] [তথ্য]
  81. তোমার বীণার মূর্ছনাতে বাজাও [৮১। পৃষ্ঠা ১০৮][গান-১৪৪২] [তথ্য]
  82. তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু [১৩৭। পৃষ্ঠা ১৬৪][গান-৬৪৩] [তথ্য]
  83. তোমার হাতের সোনার রাখী [৪২। পৃষ্ঠা ৬৮] [গান-১৪৬৮] [তথ্য]
  84. তোর কালো রূপ লুকাতে মা [১২৫। পৃষ্ঠা ১৫২]  [গান-১৯৩২] [তথ্য]
  85. দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা [৬৭। পৃষ্ঠা ৯৪] [গান-৯৬৭] [তথ্য]
  86. দেবতা কোথায় স্বর্গের পানে চাহি  [১৫০। পৃষ্ঠা ১৭৭] [গান-৩০৬১] [তথ্য]
  87. ধীর চরণে নীর ভরণে [১১০। পৃষ্ঠা ১৩৭] [গান-২৫৫৭] [তথ্য]
  88. নখ-দন্ত-বিহীন চাকুরী অধীন [৩৩। পৃষ্ঠা ৫৯][গান-২৪০৭ [তথ্য]
  89. নমো নারায়ণ অনন্ত লীলা নমো (শ্রীকৃষ্ণ) [১০৮। পৃষ্ঠা ১৩৫][গান-১৯৬৮] [তথ্য]
  90. নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া [৬৮। পৃষ্ঠা ৯৫][গান-৩০২] [তথ্য]
  91. নাই চিনিলে আমায় তুমি [৫৯। পৃষ্ঠা ৮৬][গান-৫১৫] [তথ্য]
  92. নারায়ণ! নারায়ণ! [২৪। পৃষ্ঠা ৫০][গান-১৯৭৭] [তথ্য]
  93. নাহি ভয় নাহি ভয় [১৯। পৃষ্ঠা ৪৫] [গান-২৩৩১ [তথ্য]
  94. নিশি-দিন তব ডাক শুনিয়াছি মনে [৩৪। পৃষ্ঠা ৬০] [গান-৪৪৮] তথ্য]
  95. নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন [২২। পৃষ্ঠা ৪৮] [গান-১৫০২] [তথ্য]
  96. নীল যমুনা সলিল কান্তি (কালো কালিন্দী) [১২৬। পৃষ্ঠা ১৫৩][গান-১৯৮৩] [তথ্য]
  97. পথিক বন্ধু এসো এসো [৮৮। পৃষ্ঠা ১১৫][গান-৪৪৯] [তথ্য]
  98. পরজনম থাকে যদি সেথায় [১১৬। পৃষ্ঠা ১৪৩] [গান-২৫৫৮] [তথ্য]
  99. পলাশ ফুলের মউ পিয়ে ঐ [২৫। পৃষ্ঠা ৫১][গান-১৫৩২] [তথ্য]
  100. প্রভাত বীণা তব বাজে হে [১। পৃষ্ঠা ২৭] [গান-৪৫১] [তথ্য]
  101. প্রেমের প্রভু ফিরে এসো [১৩৫। পৃষ্ঠা ১৬২][গান-২০০৬] [তথ্য]
  102. ফিরিয়ে দে মা ফিরিয়ে দে  [১৩৮। পৃষ্ঠা ১৬৫][গান-২০০৭] [তথ্য]
  103. ফিরে ফিরে কেন তারই স্মৃতি [৪০। পৃষ্ঠা ৬৬] [গান-২৫৭] [তথ্য]
  104. বন তমালের শ্যামল ডালে [১৪৮। পৃষ্ঠা ১৭৫][গান-৪৫৬] [তথ্য]
  105. বন-দেবী জাগো সহকার-করে বাঁধো [৭২। পৃষ্ঠা ৯৯][গান-১৫৭৬] [তথ্য]
  106. বন-ফুলে তুমি মঞ্জরি গো  [৯০। পৃষ্ঠা ১১৭] [গান-৮৭] [তথ্য]
  107. বনে মোর ফুল ঝরার বেলা  [৪১। পৃষ্ঠা ৬৭] [গান-২১৮৭] [তথ্য]
  108. বন্ধু রে, বন্ধু,পরান বন্ধু (দূরের বন্ধু আছে আমার)[১৪৫। পৃষ্ঠা ১৭২] [গান ১৩১] [তথ্য]
  109. বরণ করে নিও না গো [৯৯। পৃষ্ঠা ১২৬] [গান-১৫৯৫] [তথ্য]
  110. বল্‌ রে জবা বল্ [১১১। পৃষ্ঠা ১৩৮] [গান-৬৪২] [তথ্য]
  111. বলি মাথা খাস্‌ রাধে [৩২। পৃষ্ঠা ৫৮] [গান-৮০১] [তথ্য]
  112. বাঁশির কিশোর ব্রজগোপী চিত-চোর [১৫২। পৃষ্ঠা ১৭৯][গান-২০৪৬] [তথ্য]
  113. বাজে মৃদঙ্গ বরষার ঐ  [৭৪। পৃষ্ঠা ১০১] [গান-৮০১][গান-৩৪৬] [তথ্য]
  114. বাদল-মেঘের মাদল তালে [৫। পৃষ্ঠা ৩১] [গান-১৬১০] [তথ্য]
  115. বিকাল বেলার ভুঁইচাঁপা গো [৮৭। পৃষ্ঠা ১১৪][গান-৭২] [ তথ্য]
  116. বিদেশিনী বিদেশিনী চিনি চিনি [১১৯। পৃষ্ঠা ১৪৬][গান-৭৩৬] [তথ্য]
  117. বিধুর তব অধর কোণে [১০৯। পৃষ্ঠা ১৩৬][গান ৬৫৪] [তথ্য]
  118. বুনো ফুলের করুণ সুবাস ঝুরে [১৩। পৃষ্ঠা ৩৯] [১৩। পৃষ্ঠা ৩৯][গান-১৬২৩] [তথ্য]
  119. বেদনা-বিহ্বল পাগল পুবালি পবনে [১২৯। পৃষ্ঠ: ১৫৬] [গান-৫২১] [তথ্য]
  120. বেদনার সিন্ধু মন্থন শেষ [১১২। পৃষ্ঠা ১৩৯][গান ১৮৭] [তথ্য]
  121. বৈকালী সুরে গাও চৈতালী গান [৬৬। পৃষ্ঠা ৯৩][গান-৮০] [তথ্য]
  122. ভবের এই পাশা খেলায়  [৪৯। পৃষ্ঠা ৭৫][গান-২২৬৬] ‌ [তথ্য]
  123. ভুল করেছি ওমা শ্যামা [১১৫। পৃষ্ঠা ১৪২][ গান-২০৫৩] [তথ্য]
  124. মদনমোহন শিশু নটবর [১১৮। পৃষ্ঠা ১৪৫][গান-২০৫৬] [তথ্য]
  125. মন দিয়ে যে দেখি তোমায় [৮০। পৃষ্ঠা ১০৭] [গান-৮৩৭] [তথ্য]
  126. মনে যে মোর মনের ঠাকুর [৪৮। পৃষ্ঠা ৭৪][গান-৪৯৬] [তথ্য]
  127. মনে রাখার দিন গিয়েছে [৯২। পৃষ্ঠা ১১৯] [গান-২৬৯] [তথ্য]
  128. মহাকালের কোলে এসে [১১৩। পৃষ্ঠা ১৪০] [গান-৬৩৯] [তথ্য]
  129. মানবতাহীন ভারত শ্মশানে  [১৪২। পৃষ্ঠা ১৬৯][গান-৬২১] [তথ্য]
  130. মালা যদি মোর ধূলায় মলিন হয় [৮৬। পৃষ্ঠা ১১৩] [গান-২৭৩] [তথ্য]
  131. মালার ডোরে বেঁধো না গো [৭৬। পৃষ্ঠা ১০৩] [গান-১৬৮০] [তথ্য]
  132. মিলন রাতের মালা হব [৪৩। পৃষ্ঠা ৬৮] [গান-১৬৮১] [তথ্য]
  133. মুখের কথায় নাই জানালে [৫৩। পৃষ্ঠা ৮০] [গান-১৬৮২] [তথ্য]
  134. মুরালীধ্বনি শুনি ব্রজনারী [১৬। পৃষ্ঠা ৪২][গান-১৬২৩] [গান-২০৮৩] [তথ্য]
  135. মেঘ-মেদুর গগন কাঁদে হুতাস পবন [১২। পৃষ্ঠা ৩৮] [গান-৪৭২] [তথ্য]
  136. মেঘলামতীর ধারা জলে করো স্নান [৮৪। পৃষ্ঠা ১১১][গান-৪৭৩] [তথ্য]
  137. ম্লান আলোকে ফুট্‌লি কেন [৬৩। পৃষ্ঠা ৯০][গান-৯০] [তথ্য]
  138. যখন আমার কুসুম ঝরার বেলা [৯৮। পৃষ্ঠা ১২৫][গান-৪৭৫] [তথ্য]
  139. যা সখি যা তোরা গোকূলে ফিরে [৪। পৃষ্ঠা ৩০][গান-৮৪১] [তথ্য]
  140. য়্যাকুল ব্যাকুল  ঢুঁড়ত ফিরু শ্যাম (আকুল ব্যাকুল) [২৮। পৃষ্ঠা ৫৪][গান-৭২১] [তথ্য]
  141. রাসমঞ্চে দোল-দোল লাগে রে [১০৪। পৃষ্ঠা ১৩১][গান-৬৭২] [তথ্য]
  142. রিমিঝিমি রিমিঝিমি বারিধারা বরষে (শাওন ঘোর) [৯। পৃষ্ঠা ৩৫] [গান-২৫৬৪] [তথ্য]
  143. রূপ নয় গো,এ যে রূপের শিখা [৬৪। পৃষ্ঠা ৯১] [গান-২৫৬৬] [তথ্য]
  144. শূন্য বাতায়নে একা জাগি [৯১। পৃষ্ঠা ১১৮][গান-২৫৬৭] [তথ্য]
  145. শোনালো শ্রবণে শ্যাম শ্যাম নাম (সখি শ্রবণে শোনা) [১০৬। পৃষ্ঠা ১৩৩] [গান-৩০২২] তথ্য]
  146. শ্রান্ত ধারা বালুতটে শীর্ণা নদীর গান [৬২। পৃষ্ঠা ৮৯] [গান-৭৪২] [তথ্য]
  147. শ্রান্ত হৃদয় অনেক দিনের (আমার শ্রান্ত হৃদয়) [৩৫। পৃষ্ঠা ৬১][গান-১৭৫৪] [তথ্য]
  148. শ্রী রঘুপতিরাম লহ প্রণাম [১৫১। পৃষ্ঠা ১৭৮][গান-৮০৫] [তথ্য]
  149. সজল-কাজল-শ্যামল এসো [১২০। পৃষ্ঠা ১৪৭][গান-৯৮৬] [তথ্য]
  150. সজল হাওয়া কেঁদে বেড়ায়  [৬১। পৃষ্ঠা ৮৮][গান-৬৩৭] [তথ্য]
  151. সন্ধ্যা হলো ওগো রাখাল [১২৪। পৃষ্ঠা ১৫১][গান-৪৮১] [তথ্য]
  152. সাজে অভিনব সাজে রাই [৮। পৃষ্ঠা ৩৪] [গান-২১১৯] [তথ্য]
  153. স্নিগ্ধ শ্যাম-বেণী-বর্ণা এসো মালবিকা [১১। পৃষ্ঠা ৩৭] [গান-২৯৫] [তথ্য]
  154. স্বপন যখন ভাঙবে তোমার [১৬০। পৃষ্ঠা ১৮৩][গান-১৬৯] [তথ্য]
  155. হায় ভিখারি কাহার কাছে [১৩৬। পৃষ্ঠা ১৬৩][গান-৪৮৪] [তথ্য]
  156. হে চির সুন্দর বিশ্ব চরাচর [৪৫। পৃষ্ঠা ৭১][গান-২১৪৫] [তথ্য]
  157. হেসে হেসে কলসি নাচাইয়া [৬। পৃষ্ঠা ৩১][গান-১৮০৮] [তথ্য]