বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: একটুখানি দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে,
তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে॥
গ্রহ ঘিরে উপগ্রহ, ঘোরে যেমন অহরহ;
আমার আকুল এ বিরহ তেমনি প্রিয় তোমায় যাচে॥
চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে
আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে।
করব পূজা গানে গানে, চাইব না আর নয়ন পানে;
আমার চোখের অশ্রুলেখা দেখে তুমি চেন পাছে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) টুইন
রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয়
একটি চুক্তি হয়েছিল।
এই চুক্তিতে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬
বৎসর ৬ মাস।
-
রেকর্ড:
- টুইন
রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫ (বৃহস্পতিবার
২৬ অগ্রহায়ণ ১৩৪২)।
- টুইন
[ডিসেম্বর ১৯৩৫
(অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)। এফটি ৪১৭১। শিল্পী:
পদ্মরাণী গাঙ্গুলী]
এর জুড়ি গান: জাগো মালবিকা ! জাগো মালবিকা ! [তথ্য]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট
২০০৫ খ্রিষ্টাব্দ] সপ্তম গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়
বৈশিষ্ট্য
-
তাল:
দাদরা
- গ্রহস্বর: পা