বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চরে
রাগ: ভৈরবী, তাল: খেমটা
হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চরে।
রিনি ঠিনি কলস-কাঁকনে কি কথা বলে॥
নেচে চলে যেন ঝরনা চাঁপা-বরণা বাহু দোলাইয়া,
নয়ন-কুরঙ্গ জাগায় গো তরঙ্গ নদীর জলে॥
এত রূপ লাখ চোখে ধরে না তারে দেখি কি ক’রে,
বিধি দিল দু’টি আঁখি আমারে তাহে হায় পলক পড়ে।
গ্রামের পথ চাহে তারে
ডাকে বাঁশি বন-পারে,
গিরি-দরী চাহে যারে –
চাহি তারে কোন্ ছলে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে। এই
সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। ভৈরবী-খেমটা]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। গীতি-শতদল। গান সংখ্যা ৮। ভৈরবী-খেমটা। পৃষ্ঠা ২৮৯]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৮০৮। রাগ: ভৈরবী, তাল: খেমটা। পৃষ্ঠা: ৫৩৬]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন
১৯৯৭। গান সংখ্যা ৬। Twin Padma/নাচ/ পৃষ্ঠা
৩২।]
- রেকর্ড:
টুইন [জুন ১৯৩৫ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)। শিল্পী: মিস
পদ্মরাণী। রেকর্ডটি পরে বাতিল হয়ে গিয়েছিল]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- সুর: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম (নাচের গান)
- সুরাঙ্গ: ভাবাদর্শী-রাগাশ্রয়ী
- তাল: খেমটা
- গ্রহস্বর: