বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: (কার) ঝর ঝর বর্ষণ বাণী
        (কার) ঝর ঝর বর্ষণ বাণী
        যায় দিক্ দিগন্তে বেদনা হানি'॥
        করুণ সুরে দূর অলকায়
        যেন অবিরল বীণা বাজায়
                        বিরহের বীণাপাণি॥
        গীত পিপাসিত বসুন্ধরা
        শোনে সেই সুর প্রাণ উদাস করা।
        তারি ভাষায় বেদনা আভাস
        কাঁদায় ভুবন আকাশ বাতাস
                        পথ প্রান্তর বনানী॥