রামাদাসী-মল্লার (রাগ)
উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতিতে
কাফি
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এটি একটি মিশ্র-প্রকৃতির রাগ।
প্রাচীন গ্রন্থাদিতে এই রাগের উল্লেখ নেই। কথিত আছে সম্রাট আকবরের সময় রামদাস নামক জনৈক
বিখ্যাত সঙ্গীতজ্ঞ এবং গায়ক এই রাগটি তৈরি করেছিলেন। পরে তাঁর নামে রাগটির
নামকরণ করা হয়েছিল- রামদাসী মল্লার। যদিও এই রাগটির ভিত্তি নায়েকী কানাড়া। কিন্তু
এর সাথে মিয়া কি মল্লার এবং গৌড় মল্লারের সাঙ্গীতিক স্বরগুচ্ছ যুক্ত হওয়ার করার ফলে
মল্লার অঙ্গের ভাবটাই প্রাধান্য পায়। এই কারণে একে মল্লার অঙ্গের রাগ হিসেবে বিবেচনা
করা হয়।
- এই রাগের
নায়েকি কানাড়া হিসেবে এর ভিত্তি স্বর- ণ্ প্ ণ্ স প্, ম্ প্ ণ্ প্ স। ন্ স র স।
জ্ঞজ্ঞ ম রর স র স।।
- এর সাথে যুক্ত হয় মিয়া-কি-মল্লার - র
র প, প জ্ঞজ্ঞ ম র প, ণ প ম র প।
- এর সাথে যুক্ত হয় গৌড় মল্লার- প ম ম ধ ধ ম ন প
- আবার নায়েকি কানাড়ায় প্রত্যাবর্তন- ন মপ জ্ঞ ম রর স
এই রাগে দুই গান্ধার এবং দুই নিষাদ
ব্যবহৃত হয়। রাগটির প্রকৃতি
গম্ভীর। এটি বর্ষা ঋতুর রাগ।
আরোহণ
স মর গ ম, প জ্ঞ ম, ণ প ন র্স
অবরোহণ
: র্স ণ, ধ ণ প,
ম, জ্ঞ ম র স
ঠাট:
কাফি
জাতি: ষাড়ব (ধৈবত বর্জিত)-সম্পূর্ণ (বক্র)।
বাদীস্বর
: মধ্যম
সমবাদী স্বর: ষড়্জ
অঙ্গ:
পূর্বাঙ্গ।
সময়:
রাত্রি দ্বিতীয় প্রহর।
রাজা নওয়াব আলী খানের রচিত 'মারিফুন্নাগমাত' গ্রন্থে বর্ণিত
চলন
- মমম, মগ, প, মপ, ম, জ্ঞ, মর, র, প, ধমপ, জ্ঞজ্ঞ, মর, স, ন্স
- স, সম, গপ, মর, প, প, ণধ, র্স, ণপ, জ্ঞজ্ঞ, মর, স, মম, প, ণপ, জ্ঞজ্ঞ, মর,
গম, প, ধপ, মপ, ধমপ, জ্ঞমর, সন্দ
- ণপ, গমপ, জ্ঞমর, পপ, ণধ, র্স, ণপ, গমপ, জ্ঞমর, স
- মম, প, ণর্স, র্সর্রর্স, র্রণর্স, ণপ, প জ্ঞমর, স
১৯৪০ খ্রিষ্টাব্দের পূর্বে এই রাগটি প্রায় বিলুপ্ত হয়ে
গিয়েছিল। লুপ্তরাগ পুনরুদ্ধারের লক্ষ্যে
কাজী নজরুল ইসলাম এবং সুরেশ চক্রবর্তী
উদ্যোগে কলকাতা বেতার কেন্দ্র থেকে 'হারামণি'
নামক একটি ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানের ১১শ আসরে
রামদাসী -মল্লার রাগে নিবদ্ধ
নজরুল ইসলামের
রচিত একটি গান প্রচারিত হয়েছিল। গানটি হলো-
- কার ঝর ঝর বর্ষণ বাণী ( ঝর ঝর বর্ষণ বাণী) [তথ্য]
তথ্যসূত্র:
- নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
মার্চ ১৯৯৯।
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর
১৯৪০। অনুষ্ঠান সূচী। পৃষ্ঠা: ৯৯৮
- মারিফুন্নাগমাত। রাজা নওয়াব আলী খান। অনুবাদ মকসুদুর রহমান হিলালী। বাঙলা
একাডেমী বর্ধমান হাউস। ঢাকা। পৃষ্ঠা: ২৯২।
-
The
Indian-listener
1940, Vol V, No 18. page 1421