বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সজল-কাজল-শ্যামল এসো তমাল-কানন-ঘেরি
রাগ: দেশ, তাল-দাদ্‌রা

সজল-কাজল-শ্যামল এসো তমাল-কানন-ঘেরি,
                          কদম-তমাল-কানন ঘেরি।
মনের ময়ূর কলাপ মেলিয়া নাচুক তোমারে হেরি'॥
        ফোঁটাও নীরস চিত্তে সরস মেঘমায়া,
        আনো তৃষিত নয়নে মেঘল ছায়া,
বাজাও কিশোর বাঁশের বাঁশরি ব্যাকুল বিরহেরই॥
দাও পদরজঃ হে ব্রজবিহারী, মনের ব্রজধামে—
রুমু-ঝুমু ঝুমু বাজুক নূপুর চরণ ঘেরি,
                         কদম-তমাল-কানন ঘেরি॥