বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মালা যদি মোর ধূলায় মলিন হয়


           তাল : দাদরা
মালা যদি মোর ধূলায় মলিন হয়
ব'সে আছি তাই অঞ্চলে নিয়ে কুসুমেরি সঞ্চয়॥
         ফুলহার যদি কর অবহেলা
         তাই ভাবি আর ব'য়ে যায় বেলা
হৃদয়ে থাকুক লুকানো আমার হৃদয়ের পরিচয়॥
বিফল যদি গো হয় পূজা নিবেদন
মন্দির-দ্বারে দাঁড়াইয়া তাই পাষাণেরই নারায়ণ।
         কেন কাছে আসি, এসে ফিরে যাই
         যদি ফেল জেনে ভয় মানি তাই
সকলি সহিব, সহিতে নারিব হৃদয়ের পরাজয়॥