নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
অষ্টম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, চৈত্র, ১৪০৩ বঙ্গাব্দ/ এপ্রিল, ১৯৯৭ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯২ সালে তৎকালীন সরকার কর্তৃক পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি-অষ্টম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আজো ফোটেনি কুঞ্জে মম [তথ্য] [নমুনা]
  2. ওগো চৈতী রাতে চাঁদ, যেয়ো না [তথ্য] [নমুনা]
  3. ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায় [তথ্য[নমুনা]
  4. চৈতী চাঁদের আলো আজ ভালো নাহি লাগে [তথ্য] [নমুনা]
  5. জগতের নাথ কর পার হে [তথ্য] [নমুনা]
  6. জাগো দুস্তর পথের নব যাত্রী [তথ্য] [নমুনা]
  7. তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি [তথ্য] [নমুনা]
  8. তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল [তথ্য] [নমুনা]
  9. দিল দোলা ওগো দিল দোলা [তথ্য] [নমুনা]
  10. নদীর স্রোতে মালার কুসুম  [তথ্য[নমুনা]
  11. নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া [তথ্য[নমুনা]
  12. নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর [তথ্য] [নমুনা]
  13. নাচের নেশার ঘোর লেগেছে [তথ্য] [নমুনা]
  14. নিশি নিঝুম ঘুম নাহি আসে [তথ্য] [নমুনা]
  15. নূপুর মধুর রুনুঝুনু বোলে [তথ্য] [নমুনা]
  16. ফিরে ফিরে কেন তারই স্মৃতি [তথ্য] [নমুনা]
  17. ফুটলো সন্ধ্যামণির ফুল [তথ্য] [নমুনা]
  18. মালা যদি মোর ধূলায় মলিন হয় [তথ্য] [নমুনা]
  19. রিনিকি ঝিনিকি ঝিনিরিনি রিনি [তথ্য] [নমুনা]
  20. লায়লী তোমার এসেছে ফিরিয়া [তথ্য] [নমুনা]
  21. লায়লী ! লায়লী ! ভাঙিয়ো না ধ্যান [তথ্য] [নমুনা]
  22. সে চ'লে গেছে ব'লে কি গো [তথ্য]  [নমুনা]
  23. সোনার মেয়ে ! সোনার মেয়ে ! [তথ্য] [নমুনা]
  24. সোনার হিন্দোলে কিশোর-কিশোরী [তথ্য] [নমুনা]
  25. হে প্রিয় ! তোমার আমার মাঝে [তথ্য] [নমুনা]