রাগ: ভীমপলশ্রী, তাল: দাদ্রা
ফুট্লো সন্ধ্যামণির ফুল আমার মনের আঙিনায়
ফুল-ফোটাতে কে এলে ফুল ঝরানো সাঁঝ-বেলায়॥
আজ কি মোর দিনের শেষে
উঠ্লো চাঁদ মধুর হেসে'
কৃষ্ণা-তিথির তৃষ্ণা মোর মিটলো ওই জোছনায়॥
আজ যে আঁখি অশ্রুহীন কি দিয়ে ধোয়াই চরণ'
সুন্দর বরের বেশে এলে কি আমার মরণ'!
দেখ বসন্তের পাখি
কোয়েলা গেছে ডাকি',
আনন্দের দূত তুমি ডাকিয়া ফুল ফোটায়॥