বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়।
ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়।
খুলে পড়ে গো বাজুবন্দ্ ধরিতে আঁচল
কোন্ ঘূর্ণি বাতাস এলো ছন্দ-পাগল
লাগে নাচের ছোঁয়া দেহের কাঁচ-মহলায়
হয়ে পায়েলা উতলা সাধে ধরিয়া পায়॥
খুলিয়া পড়ে খোঁপায়, কবরীর ফুলহার
হাওয়ার এই রূপে গো এলো কি বঁধু আমার
এমনি দুরন্ত আদর সোহাগ তার
একি পুলক-শিহরণে পরান মূরছায়॥