বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢু'লে (লো)।
	
		
                
তাল: দ্রুত-দাদ্রা
			
			      
			নাচের 
		নেশার ঘোর লেগেছে নয়ন পড়ে ঢু'লে 
		(লো)।
   
			 
		বুনোফুল পড়লো ঝ'রে 
		নাচের ঘোরে
			                                 
			 
			দোলন-খোঁপা 
		খুলে (লো)॥
			    
			  শুনে এই মাদল-বাজা
			     
			নাচে চাঁদ রাতের রাজা নাচে লো নাচে
			
			      
			শালুকের কাঁকাল ধ'রে
			   
			 
		তাল-পুকুরের জলে হে'লে 
		দু'লে 
		(লো)॥
			    
			  আঁউরে গেল ঝুম্কো জবা লেগে গরম গালের 
		ছোঁওয়া
     
			বাঁশি শুনে ঘুলায় মনে কয়লা-খাদের ধোঁওয়া (লো)।
			
			সই  নাচ ফুরালে ফিরে' 
			
			ঘরে,
			      
			রাত 
		কাটাব কেমন ক'রে
			     
			পড়বে মনে বাঁশুরিয়ার চোখ দু'টি 
		টুলটুলে (লো)॥
		
	
 
	
		- 
		রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের অক্টোবর  
(আশ্বিন-কার্তিক ১৩৪৬) মাসে,
এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে
		। এই সময় নজরুলের বয়স ছিল  ৪০ বৎসর ৪ মাস। 
 
-  
		রেকর্ড: 
		এইচএমভি।  অক্টোবর 
		১৯৩৯ (আশ্বিন-কার্তিক ১৩৪৬)। এন ১৭৩৭০। আঙুরবালা
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
	সুধীন দাশ। 
	[নজরুল-সঙ্গীত 
	স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ 
	আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ।  ১৩তম সংখ্যা। পৃষ্ঠা: ৬৯-৭২]
	[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: নৃত্যোৎসবের গান
- সুরাঙ্গ: সাঁওতালি ঝুমুর
		- তাল:  দ্রুত
		
		দাদরা
- গ্রহস্বর: সরমা