বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: সোনার মেয়ে! সোনার মেয়ে!
রাগ:
মিশ্র পিলু, তাল: কাহার্বা
সোনার মেয়ে! সোনার মেয়ে!
তোমার রূপের মায়ায় আমার
নয়ন-ভূবন গেল ছেয়ে' ॥
ঝরে তোমার রূপের ধারা
─
চন্দ্র জাগে তন্দ্রাহারা,
আকাশ-ভরা হাজার তারা তোমার
মুখে আছে চেয়ে' ॥
কোন্ গ্রহ-লোক ব্যথায় ভ'রে
কোন্ অমরা শূন্য ক'রে
(ওগো) রাখলে চরণ ধরার 'পরে রঙ্-সায়রের রঙের নেয়ে।
শিল্পী আঁকে তোমার ছবি
তোমারি গান গাহে কবি
নিশীথিনী হারিয়ে রবি চাঁদ
হাতে পায় তোমায় পেয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। খেয়ালী পত্রিকার ৩০ সেপ্টেম্বর ১৯৩২ (১৪ আশ্বিন
১৩৩৯) সংখ্যায় গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- পত্রিকা:
- খেয়ালী [৩০ সেপ্টেম্বর ১৯৩২ (১৪ আশ্বিন ১৩৩৯)]
- মোহম্মদী [অগ্রহায়ণ ১৩৩৯,
নভেম্বর-ডিসেম্বর ১৯৩২]
- রেকর্ড:
মেগাফোন। জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৬১। শিল্পী:
সুপ্রসন্ন চক্রবর্তী। মিশ্র পিলু। তাল:
কাহারবা]
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। মিশ্র-পিলু-দাদরা। পৃষ্ঠা: ৩]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা
২। মিশ্র-পিলু-দাদরা।
পৃষ্ঠা ২২৫-২২৬]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭
আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা:
১০৬-১০৮]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য