নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
সুঠাম মনোহর মধুর ভঙ্গে
ঘিরি সে চরণ ঘুরিছে অগণন
গ্রহ-তারা গোপী সম রঙ্গে॥
হেরিয়া তাহারি নৃত্যের হিল্লোল
পবন উন্মান সাগরে জাগে দোল
সে নাচে বিবশ নিশীথ দিবস
জাগে হিল্লোল-আলো-আঁধার তরঙ্গে॥
সে নাচে বৃষ্টি হয় কোটি সৃষ্টি নির্ঝর সম ঝরে ছন্দ
সে নাচ হেরিয়া বন্ধন টুটে গো জাগে অনন্ত আনন্দ।
ষড় ঋতু ঘুরে' ঘুরে' হেরে সেই নৃত্য
প্রেমাবেশে মাতোয়ারা নিখিলের চিত্ত
তাই এ ত্রিভুবন হলো না রে পুরাতন
পেল চির-যৌবন নাচি' তারি' সঙ্গে॥
 রেকর্ড। 
		
		টুইন [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)]। এফটি ৪৭৪৫। শিল্পী: ধরিত্রী 
		মুখোপাধ্যায়।
রেকর্ড। 
		
		টুইন [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)]। এফটি ৪৭৪৫। শিল্পী: ধরিত্রী 
		মুখোপাধ্যায়।