বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সে চ'লে গেছে ব'লে কি গো স্মৃতিও হায় যায় ভোলা
সে চ'লে গেছে ব'লে কি গো স্মৃতিও হায় যায় ভোলা
ওগো মনে হ'লে তারি কথা আজো মর্মে সে মোর দেয় দোলা॥
ঐ প্রতিটি ধূলি কণায়
আছে তার ছোঁওয়া লেগে হেথায়,
আজো তাহারি আসার আশায়, রাখি মোর ঘরেরই সব দ্বার খোলা॥
হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল-উৎসবে,
মোর কাজ ছিল শুধু ভবে তার হার গাঁথা আর ফুল তোলা॥
সে নাই ব'লে বেশি ক'রে
শুধু তার কথাই মনে পড়ে,
হেরি তার ছবি ভুবন ভ'রে তারে ভুলিতে মিছে বলা॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় (জুলাই ১৯৩২)মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৪৫। পাহাড়ি-মাঢ়-কার্ফা। পৃষ্ঠা: ২৪৭-২৪৮]
- রেকর্ড:
- এইচএমভি [মার্চ
১৯৩৩ (ফাল্গুন-চৈত্র ১৩৩৯)। পি ১১৭৬৫ শিল্পী আঙ্গুরবালা]
-
টুইন [জানুয়ারি ১৯৩৭ (পৌষ-মাঘ ১৩৪৩)]। এফটি ৪৭৪৫। শিল্পী: ধরিত্রী
মুখোপাধ্যায়।
এর জুড়ি গান-নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর [তথ্য]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ
ও ব্রহ্মমোহন ঠাকুর
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭
আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ২২ সংখ্যক গান। পৃষ্ঠা: ১০২-১০৫]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য