বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: নূপুর মধুর রুনুঝুনু বোলে।
রাগ: খাম্বাজ, তাল: ত্রিতাল
নূপুর মধুর রুনুঝুনু বোলে।
মন-গোকুলে রুনুঝুনু বোলে॥
কূলের বাঁধন টুটে,
যমুনা উথলি’ ওঠে,
পুলকে কদম ফোটে পেখম খোলে
শিখী পেখম খোলে॥
ব্রজনারী কুল ভুলে’
লুটায় সে পদমূলে
চোখে জল, বুকে প্রেম ─
তরঙ্গ দোলে॥
শ্রীমতী রাধারই সাথে
বিশ্ব ছুটেছে পথে,
হরি হরি ব’লে মাতে ত্রিভুবন ভোলে।
নামে ত্রিভুবন ভোলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার
২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীতি।
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। খাম্বাজ-কাওয়ালী। পৃষ্ঠা:
৮৮
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। বনগীতি। গান সংখ্যা ৫৮। খাম্বাজ-কাওয়ালী। পৃষ্ঠা ২১২-১৩]
- রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩২ (আশ্বিন-কার্তিক ১৩৩৯)]।
এন ২২২৯। শিল্পী: জ্ঞানেন্দ্রনাথ ঘোষ
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ
ও ব্রহ্মমোহন ঠাকুর
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭
আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৬-৭৮]
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রকৃতি ও সঙ্গীত
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ
- গ্রহস্বর: ণধা