বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল
রাগ : ভৈরবী,
তাল :
কাহারবা
তোমার মনে ফুটবে যবে প্রথম মুকুল
প্রিয় হে প্রিয় আমারে দিও সে প্রেমের ফুল॥
দীরঘ
বরষ মাস তাহারই আশে
জাগিয়া
রব তব দুয়ার পাশে
বহিবে কবে ফুল-ফোটানো দখিনা বাতাস
অনুকূল॥
আর কারে দাও যদি আমার সে ধ্যানের কুসুম
ক্ষতি নাই,
ওগো প্রিয়,
ভাঙুক,
এ অকরুণ ঘুম।
গুঞ্জরি’
গুঞ্জরি’
ভ্রমর সম
কাঁদিব তোমারে ঘিরি’,
প্রিয়তম।
হুতাস বাতাস সম কুসুম ফুটায়ে চলে যাব
দূরে বেভুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল
ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
- রেকর্ড:
এইচএমভি [এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪-বৈশাখ
১৩৪৫) এন ১৭০৬৪। শিল্পী: মৃণালকান্তি ঘোষ]
- সুরকার:
কমল দাশগুপ্ত
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭
আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। অষ্টম গান। পৃষ্ঠা: ৫৫-৫৭]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য