বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আজো ফোটেনি কুঞ্জে মম
জংলী সুর, তাল: দ্রুত-দাদ্রা
আজো ফোটেনি কুঞ্জে মম কুসুম ভোম্রাকে যেতে বল।
সখি গুঞ্জরি ফেরে কেন কুঞ্জে বৃথাই এত ছল॥
কত কি শুনিয়ে যায়, গুণ্গুনিয়ে হায়─
পাতার ঝরকায়, ঘোরে সে অবিরল॥
আমার প্রাণের ভেতর কেন উঠায় সে ঝড়
তারে ফেরালে ফেরে না হাসে কেবল,
সে ফিরিয়া গেলে চোখে আসে জল।
একি হল দায়, আঁখি নাহি চায়
না দেখিলে তায়, প্রাণ পাগল॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৩
খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০) মাসে,
মেগাফোন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। জংলা-খেমটা]।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।
গীতি-শতদল ৩১। জংলা-খেমটা। পৃষ্ঠা: ৩০১
- রেকর্ড:
মেগাফোন। জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৬০। শিল্পী: মিস পটল।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ
ও ব্রহ্মমোহন ঠাকুর
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, অষ্টম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭
আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ। প্রথম গান। পৃষ্ঠা: ৩১-৩৩]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দ্রুত
দাদরা
- গ্রহস্বর: নসা