বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
	
		
			
				
					
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
বন-মৃগী সম উঠিছ চমকি’ হেরিয়া আপন ছায়া॥
             
		
		প্রাতে ঊষার প্রায়
             রেঙে 
		ওঠো লজ্জায়,
এলায়িত লতিকায় ভঙ্গুর তব কায়া॥
দৃষ্টিতে তব আরতি-দীপের দ্যুতি
তুমি নিবেদিতা সন্ধ্যা-পূজা-আরতি।
            ভূমি 
		অবলুণ্ঠিতা
            বনলতা 
		কুণ্ঠিতা
কোলাহল-শঙ্কিতা যেন গো তাপস-জায়া॥
 
			
		
		
	
	- 
	রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-১৩৪২-বৈশাখ ১৩৪৩) মাসে
	এইচএমভি
রেকর্ড 
	কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭
		বৎসর ১০ মাস।
 
- 
	রেকর্ড: 
		- 
এইচএমভির 
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর 
				১৯৩৫ (বুধবার,১ আশ্বিন ১৩৪২)]
- 
	 এইচএমভি [এপ্রিল
	১৯৩৬ 
	(চৈত্র-১৩৪২-বৈশাখ ১৩৪৩)। রেকর্ড নম্বর 
	এন ৯৭০৫। 
	শিল্পী: মিস মড 
	কস্টেলো] এইচএমভি [এপ্রিল
	১৯৩৬ 
	(চৈত্র-১৩৪২-বৈশাখ ১৩৪৩)। রেকর্ড নম্বর 
	এন ৯৭০৫। 
	শিল্পী: মিস মড 
	কস্টেলো]
 
- 
	 
	স্বরলিপিকার 
	স্বরলিপি:
	
সুধীন দাশ 
	ও ব্রহ্মমোহন ঠাকুর 
	[নজরুল-সঙ্গীত 
	স্বরলিপি, অষ্টম খণ্ড  নজরুল ইন্সটিটিউট ১২ ভাদ্র, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৭ 
	আগষ্ট, ১৯৯২ খ্রিষ্টাব্দ।
	১১ সংখ্যক গান।
	পৃষ্ঠা: ৬৪-৬৫।]  
	[নমুনা]
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য