বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চাঁদের দেশের পথ-ভোলা পরী।
চাঁদের দেশের পথ-ভোলা পরী।
স্রোতে ভেসে আসা পুবাল মঞ্জরি॥
পাষাণ বেদী তলে
আকুল অঞ্চলে
কিশোরী উপাসিকা কে তুমি
 
১. গানটি অসম্পূর্ণ