বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
চাঁদের দেশের পথ-ভোলা পরী।
চাঁদের দেশের পথ-ভোলা পরী।
স্রোতে ভেসে আসা পুবাল মঞ্জরি॥
পাষাণ বেদী তলে
আকুল অঞ্চলে
কিশোরী উপাসিকা কে তুমি১।
১. গানটি অসম্পূর্ণ
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
পাওয়া যায়
নজরুলের হারানো গানের খাতায় সংগৃহীত পাণ্ডুলিপিতে।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২৫৪৩। পৃষ্ঠা: ৭৪৩]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন
১৯৯৭। পৃষ্ঠা ১৮৮।]