বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল
তাল : দাদ্রা
ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল।
হে দেবতা রাখ সেথা তোমার পদতল॥
নিবেদনের
কুসুম সহ
লহ হে নাথ,
আমায় লহ
যে আগুনে
আমায় দহ
সেই আগুনে আরতি-দীপ জ্বেলেছি উজল॥
যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে,
মঙ্গল-ঘট ভরেছি নাথ, সেই নয়নের জলে।
যে চরণে করো
আঘাত
প্রণাম লহ
সেই পায়ে নাথ
রিক্ত তুমি
করলে যে হাত,
হে দেবতা! লও সে হাতে অর্ঘ্য-সুমঙ্গল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি
থেকে এই গানটির রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ৯১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৮২।
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ৩৬। for Angur Bala (HMV)। ভজন। পৃষ্ঠা ৬১]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক
১৩৪২)। এন ৭৪১৭। শিল্পী:
আঙ্গুরবালা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, সাধারণ]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর