বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি দ্বার খুলে আর রাখব না, পালিয়ে যাবে গো
রাগ:
ইমন, তাল: দাদ্রা
আমি দ্বার খুলে আর রাখব না, পালিয়ে যাবে গো।
জানবে সবে গো, নাম ধরে আর ডাকব না॥
এবার পূজার
প্রদীপ হয়ে
জ্বলবে
আমার দেবালয়ে,
জ্বালিয়ে যাবে গো
আর আঁচল দিয়ে ঢাকব না॥
হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধব না।
দান এনেছি গো, প্রাণ চেয়ে আর কাঁদব না।
পাষাণ,
তোমায় বন্দী ক'রে
রাখব আমার
ঠাকুর ঘরে,
রইব কাছে গো
আর অন্তরালে থাকব না॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে এইচএমভি গানটির রেকর্ড করেছিল।
এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৪ মাস।
- রেকর্ড: টুইন [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক ১৩৪২)। এফটি ৪১০২। শিল্পী: রেণু
বসু।
রাগ-ইমন। তাল: দাদরা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর
২০০৫ খ্রিষ্টাব্দ] পঞ্চম গান
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ:
ইমন
- তাল:
দাদরা
- গ্রহস্বর: গা