বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে বলে গো তুমি আমার নাই
তাল:
কাহার্বা
কে বলে গো তুমি আমার নাই?
তোমার গানে পরশ তব পাই॥
তোমায়-আমায় এই নীরবে
জানাজানি অনুভবে,
তোমার সুরের গভীর রবে আমারি কথাই॥
হে বিরহী আমায় বারে বারে
স্মরণ করো সুরের সিন্ধু পারে
ওগো গুণী পেয়ে আমায়
যদি তোমার গান থেমে যায়,
উঠবে কাঁদন সুরের সভায় চাই না কাছে তাই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর
(ভাদ্র-আষাঢ় ১৩৪৫) টুইন মাসে, রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৯ বৎসর
৩ মাস।
-
রেকর্ড: টুইন (সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আষাঢ় ১৩৪৫)। এফ.টি. ১২৫৩০। শিল্পী: কল্যাণী চট্টোপাধ্যায়। সুরকার: রঞ্জিত রায়।
[শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১১ সংখ্যক গান]
[নমুনা]
- সুরকার:
রঞ্জিত রায়
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয়