বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এসো আনন্দিতা ত্রিলোক-বন্দিতা কর দীপান্বিতা আঁধার অবনি মা
এসো আনন্দিতা ত্রিলোক-বন্দিতা কর দীপান্বিতা আঁধার অবনি মা।
ব্যাপিয়া চরাচর শারদ অম্বর ছড়াও অভয় হাসির লাবনি মা॥
সারাটি বরষ নিখিল ব্যথিত
চাহিয়া আছে মা তব আসা-পথ,
ধরার সন্তানে ধর তব কোলে ভুলাও দুঃখ-শোক চির-করুণাময়ী মা॥
অটুট স্বাস্থ্য দীর্ঘ পরমায়ু
দাও আরো আলো নির্মল বায়ু,
দশ হাতে তব আনো মা কল্যাণ পীড়িত-চিত গাহে অকাল জাগরণী মা॥
- ভাবসন্ধান: জগতের কল্যাণ কামনা দেবীকে আবাহন করা হয়েছে-
দুর্গাপূজা উপলক্ষে আগত দেবীর জন্য নিবেদিত এই আগমনী গানে। এই গানে ভক্তের
ব্যক্তিগত প্রত্যাশা ছাপিয়ে উদ্ভাসিত হয়ে উঠেছে স্দেশবাসীর কল্যাণ কামনা।
অসহায় নিপীড়িত মানুষের জীবনে দেবীর করুণায় শান্তি নেমে আসুক, এই প্রত্যাশ্যায়
নিয়েই দেবীর কাছে প্রার্থনা করা হয়েছে। জনপদবাসীর একান্ত বাসনা, আনন্দিতা ত্রিলোকবন্দিতা
দেবী নেমে আসুন পাপ-কলুষিত অন্ধকারময় পৃথিবীকে পূত-পবিত্র ও কল্যাণের আলোতে
দ্বীপাম্বিতা করার জন্য। তাঁর মহিমা অভয় হাসি হয়ে ছড়িয়ে পড়ুক শরতের আকাশে।
জনপদবাসীর সারাটি বছর কেটেছে ব্যথিত দশায়। তারা দেবীর আগমনের পথ চেয়ে বসে আছে,
যেন চির-করুণাময়ী মা এসে ধরণীর সন্তানদের মাতৃস্নেহে কোলে আশ্রয় দিয়ে, দুঃখ-শোক
ভুলিয়ে দেন। এরা দেবীর কাছে চায় অটুট স্বাস্থ্য, দীর্ঘ পরমায়ু, জ্ঞানের আলো এবং
মুক্তির সুবাতাস। তারা চায় দেবী তাঁর দশ হাতে সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে, নিয়ে
আসুন অকল্যাণ পীড়িত-চিত্তে কল্যাণের আনন্দধারা। এই প্রত্যাশা নিয়ে জনপদবাসী গায় অকাল জাগরণী
মা- দেবী দুর্গার গান।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪২) মাসে, এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১১৬৬। পৃষ্ঠা: ৩৫৫]
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা
১৪৩।
for
Kamal Gupta (HMV)।
আগমনী।
পৃষ্ঠা
১৭০]
রেকর্ড:
এইচএমভি [অক্টোবর ১৯৩৫ (আশ্বিন-কার্তিক
১৩৪২)। নম্বর এন ৭৪১৬। শিল্পী: বাংলার ছেলেময়ে (কমল দাশগুপ্ত,
সুবল দাশগুপ্ত, সুধীরা দাশগুপ্ত ও ইন্দিরা দাশগুপ্ত। ]
সুরকার:
কমল দাশগুপ্ত
স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ২২-২৩। [নমুনা]
পর্যায়
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত, আগমনী
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
তেওরা
- গ্রহস্বর: স