বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: খেলো না আর আমায় নিয়ে, প্রিয় অলস খেলা
খেলো না আর আমায় নিয়ে, প্রিয় অলস খেলা।
         নিঠুর খেলা খেল এবার ফুরায় খেলার বেলা॥
            (তুমি)  অন্ধকারের আড়াল হতে
                     লও হে টানি' বাহির পথে,
         চঞ্চলতার বিপুল স্রোতে, দাও ভাসাতে ভেলা॥
(তুমি)  সবার চেয়ে ভালোবাসো, আঘাত যারে হানো,
         স্মরণ যারে করো তারে মরণ টানে টানো।
                     ঠাঁই যারে দাও চরণ-তলে
                     ভোলাও না তায় সুখের ছলে,
         মালার নামে দাও না গলে তোমার অবহেলা॥