বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ডাক্তে তোমায় পারি যদি আড়াল থাক্তে পারবে না
রাগ: ছায়ানট, তাল: দাদ্রা
ডাক্তে তোমায় পারি যদি আড়াল থাক্তে পারবে না
এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না॥
যদি দেখা না
পাই কভু-
সে দোষ তোমার
নহে প্রভু
সে সাধনায় আমারি হার জানি তুমি ছাড়বে না॥
বহু লোকের চিন্তাতে মোর বহু দিকে মন যে ধায়,
জানি জানি, অভিমানী পাইনে আজ তাই তোমায়।
বিশ্ব, ভুবন
ভুলে যেদিন
তোমার ধ্যানে
হব বিলীন,
সেদিন আমার বক্ষ হতে চরণ তোমার কাড়বে না॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ
১৩৪২) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
- রেকর্ড:
- টুইন [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২১৩। শিল্পী: নিতাই ঘটক।
সুর: নজরুল ইসলাম]
[শ্রবণ নমুনা]
- পত্রিকা:
-
ভারতবর্ষ।
[জ্যৈষ্ঠ ১৩৪৩ (মে-জুন ১৯৩৬)। কথা ও সুর: নজরুল ইসলাম।
স্বরলিপি: জগৎ ঘটক। ভজন। পৃষ্ঠা: ৮৫৭-৮৫৮]
[নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
ভক্তি (সাধারণ)
- সুরাঙ্গ: ভজন
- তাল:
দাদরা [উভয় স্বরলিপি]
- গ্রহস্বর: ধা [উভয় স্বরলিপি]