বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: আমার ঘরের মলিন দীপালোকে
আমার ঘরের মলিন দীপালোকে
জল দেখেছি যেন তোমার চোখে॥
বল পথিক বল বল
কেন নয়ন ছল ছল
কেন শিশির টলমল কমল-কোরকে॥
তোমার হাসির তড়িৎ আলোকে
মেঘ দেখেছি তব মানস-লোকে।
চাঁদনি রাতে আনো কেন
পুবের হাওয়ার কাঁদন হেন?
ধূলি ঝড়ে ঢাকল যেন ফুলেল বসন্তকে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২) টুইন রেকর্ড কোম্পানির সাথে নজরুলের গান রেকর্ডের বিষয় চুক্তি হয়েছিল। এই চুক্তিতে এই গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর
৬ মাস।
-
রেকর্ড:
- রেকর্ড কোম্পানির সাথে নজরুলে চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫ (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)।
-
টুইন [এপ্রিল ১৯৩৬ (চৈত্র ১৩৪২-বৈশাখ ১৩৪৩)। এফটি ৪৩২৪। শিল্পী: শিউলি সরকার]
[শ্রবণ
নমুনা]
এর জুড়ি গান: বরণ করে নিও না গো [তথ্য]
স্বরলিপিকার ও স্বরলিপি:
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য