বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কলির রাই কিশোরী কলিকাত্যাইয়া গোরী
কলির রাই কিশোরী কলিকাত্যাইয়া গোরী,
'বেবী অস্টিনে' চড়ি' চলিছে সাঁঝে।
ঢাকুরিয়া লেকে পিয়াকো সাথ লে কে’
চলে এঁকেবেঁকে আধুনিক ধাঁজে॥
প্যাকাটির মত ক্ষীণা [অর্থাৎ কিনা] ওড়ে বসন ফিনফিনা।
[আবার গলায় গানটি আছেন - সেটি হচ্ছেন-]
'যদি গোকুলচন্দ্র বিনা' [এই গানটি]
গুন্ গুন্ গুন্ ভাঁজে আধুনিক ধাঁজে॥
মুখে তার খড়ি [অর্থাৎ কিনা পাউডার] চোখে চশমা খড়খড়ি
হাতে তার কব্জি ঘড়ি টিক্ টিক্ টিক্ বাজে॥
পুরুষ তারে দেখে পালায় ছাতা ঢেকে
[বলে- 'ও বাবা! এ কে? বামা ভীমা যে আঁ!] মর্ডান বামা যে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এন ৯৭৮২। শিল্পী:
রঞ্জিৎ রায়। সুর নজরুল ইসলাম]
- পর্যায়
- বিষয়াঙ্গ: অর্কেষ্ট্রা-সম্বলিত কমিক গান [সূত্র: রেকর্ড বুলেটিন, সেপ্টেম্বর
১৯৩৬, পৃষ্ঠা: ১১-১২]