বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘরে আয় ফিরে, ফিরে আয় পথহারা ওরে ঘর-ছাড়া ফিরে আয়
ঘরে আয় ফিরে, ফিরে আয় পথহারা ওরে ঘর-ছাড়া ফিরে আয়।
ফেলে যাওয়া তোর বাঁশরি রে কানাই কাঁদে লুটায়ে ধূলায়॥
ব্রজে আয় ফিরে ওরে ও-কিশোর
কাঁদে বৃন্দাবন কাঁদে রাধা তোর,
বাঁধিব না আর ওরে ননীচোর
─ অভিমানী মোর ফিরে আয়॥
তোর মা'র মতন ল'য়ে শূন্য কোল্
জাগে শূন্য মাঠ গ্রহ শোক-বিভোল,
ঝরে যায় যে ফুল মরে যায় ফসল
─ ওরে শ্যামল তোর বেদনায়॥
আসিলে ফিরে ওরে পথ-বেভুল
আবার উঠবে রোদ, আবার ফুঠবে ফুল,
ধানে ভরবে মাঠ আবার বসবে হাট
─ জোয়ার বইবে হৃদ-যমুনায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩), এইচএমভি
রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৭ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের
১২৭১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮৬।
- নজরুলের হারানো গানের খাতা
[নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা
১৪৯।
for Mrinal Ghose
।
ভজন।
পৃষ্ঠা ১৭৬]
রেকর্ড:
- এইচএমভি [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)
।
শিল্পী: কমলা দেবী। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]
- এইচএমভি [জুন ১৯৩৬ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)।
এফটি ৯৭৩৬। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর নজরুল ইসলাম]